মানহানি মামলা থেকে অব্যাহতি পেলেন ঈশানা

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৬, ১৭:০৭| আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৭:৪৬
অ- অ+

নাট্য প্রযোজক মারুফ খান প্রেমের দায়ের করা মানহানি মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন লাক্স তারকা মডেল ও অভিনেত্রী মৌনিতা খান ঈশানা।

ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট রায়হান উল ইসলাম মঙ্গলবার এই অব্যাহতির আদেশ দেন।

একই ঘটনায় দুইটি মামলা হওয়ায় এবং মানহানির কোনো উপাদান না থাকায় এই অব্যাহতির আবেদন করা হয়। শুনানিকালে বাদী নাট্য প্রযোজক মারুফ খান প্রেম ও ঈশানা আদালতে উপস্থিত ছিলেন।

ঈশানার আইনজীবী এমদাদুল হক লাল জানান, এর আগে একই ঘটনায় একই বাদীর দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গত ২৫ জুলাই সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল ঈশানাকে অব্যাহতি দেন।

মানহানির মামলাটি গত ৩ ফেব্রুয়ারি ঢাকা সিএমএম আদালতে দায়ের করা হলে ঈশানাকে ২২ মার্চ আদালতে হাজির হতে সমন জারি করে আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ঈশানা গত ৭ জানুয়ারি উত্তরার নীলাঞ্জনা শুটিং স্পটে মেগা ধারাবাহিক ‘সহযাত্রী’ নাটকের শুটিং করছিলেন। একপর্যায়ে মেকআপ রুমে তাঁর সহ-শিল্পীসহ কয়েকজনের সামনে তাঁকে নিয়ে বিভিন্ন আজেবাজে কথাবার্তা বলেন ঈশানা; যা ওখানে উপস্থিত একজন সহশিল্পী তাঁর মুঠোফোনে রেকর্ড করেন। রেকর্ডকৃত আলাপচারিতা শোনার পর তিনি শুটিং স্পটে উত্তরা পশ্চিম থানা থেকে পুলিশ নিয়ে হাজির হন। এরপর পুলিশের একজন কর্মকর্তার উপস্থিতিতে প্রাথমিকভাবে বিষয়টির সুরাহা হয়। কিন্তু ঈশানা পরে শুটিংয়ের শিডিউল ফাঁসানো, বাদীর অনুপস্থিতিতে শুটিং সেটে তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা এবং ফেসবুকে এ বিষয়ে মানহানিকর স্ট্যাটাস দেয়ায় মামলাটি দায়ের করেন বাদী।

প্রসঙ্গত, ২০০৮ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রথম রানার আপ হয়েছিলেন মৌনিতা খান ঈশানা।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/আরজেড/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘সব সমাধান বিকাশ-এ’: সাড়া ফেলেছে আলী হাসানের নতুন র‍্যাপ 
ডাচ্-বাংলা ব্যাংকের কৃষি গবেষণা প্রকল্পসমূহের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
যাত্রাবাড়ীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৮৬
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা