নোলক বাবু এখন...

ক্লোজ-আপ ওয়ান খ্যাত তারকা নোলক বাবু এখন বিভিন্ন এলাকায় ওপেন শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রতি সপ্তাহেই তার বেশ কয়েকটি শো থাকছে। শোয়ের চাপের কারণে নিজের সলো অ্যালবামের কাজও শেষ করতে পারছেন না বলে জানালেন এই শিল্পী।
নোলক ঢাকাটাইমসকে বলেন, ‘গত পরশু ময়মনসিংহ ও তার আগের দিন ঢাকার তেজগাওয়ে শো ছিলো। প্রতি সপ্তাহেই দু’তিনটি করে শো থাকে। এখন আমাদের সিজন টাইম। ডিসেম্বর থেকে শুরু হয়েছে। ফেব্রূয়ারি পর্যন্ত শো চলতে থাকবে।’
ওপেন শোগুলোতে কি ধরনের গান শুনতে চায় আপনার দর্শকরা। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাধারনত ফোক গানগুলোই সবাই শুনতে চায়।’
নিজের সলো অ্যালবামের খবর নিয়ে তিনি বলেন, ‘লন্ডন থেকে ‘চান্দের আলো’ নামক অ্যালবামটির কয়েকটা গানের কাজ করে নিয়ে এসেছিলাম। এখনও তার তিন চারটি গান বাকি রয়েছে। দু তিনমাসের মধ্যে অ্যালবামটি রিলিজ দেয়ার ইচ্ছা রয়েছে। চান্দের আলো’ সবগুলো গানের সুর আমার নিজেরই করা।’
উল্লেখ্য, নোলকের এ পর্যন্ত আটটি সলো অ্যালবাম বের হয়েছে। গত বছর শেষ অ্যালবাম বের হয়েছে লেজার ভিশনের ব্যানারে ‘আমার আকাশ’ শিরোনামে। ব্যক্তিগত জীবনে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঢাকার বনশ্রীতে তিনি বসবাস করেন।
২০০৫ সালের ক্লোজআপ ওয়ান গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে প্র্রথম হওয়ার মধ্য দিয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেন।
(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/এমইউ/এজেড)

মন্তব্য করুন