যেভাবে পড়ে আছে ‘জঙ্গি’ আফিফ

ইফতেখার রায়হান, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৫:৪৫| আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ২০:৫৯
অ- অ+

আশকোনায় জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত ১৫ বছরের কিশোর ‘জঙ্গি’ আফিফ কাদেরী নিহত হয়েছে তার বিছানার পাশে। আইনশৃঙ্খলা বাহিনী সেই কক্ষে ঢোকার পর সন্দেহভাজন এই জঙ্গিকে বিছানার পাশের মেঝেতে পড়ে থাকতে দেখে।

এ সময় ওই কিশোরের পাশে একটি রিভলভার পড়ে ছিল। কিশোরটির গায়ে দৃশ্যমান কোনো আঘাত নেই। ওই কিশোরটির মাথার নিচে একটি বালিশ রয়েছে, তার শরীরের ঊধ্বংশের নিচে রয়েছে একটি কম্বল রয়েছে।

আফিফ নীল রঙের একটি ট্রাউজার এবং কালো রঙএর একটি টি শার্ট পড়া ছিল। তার গলায় একটি গামছা পেঁচানো দেখা গেছে।

গত শুক্রবার দিবাগত রাতে ৬০ পূর্ব আশকোনার সূর্য ভিলায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। তখন ওই আস্তানায় সাত জন ছিলেন। এর মধ্যে তিনজন শিশু, একটি কিশোর এবং বাকি তিন জন নারী।

তিন নারীর মধ্যে দুই নারী বেলা সাড়ে ১১টার দিকে তাদের দুই শিশু সন্তান নিয়ে আত্মসমর্পণ করে। বেলা একটার দিকে আত্মসমর্পণের কথা বলে একটি শিশু নিয়ে বের হয়ে আসেন। বাইরে এসে নিজের কোমড়ে বাঁধা বোমা ফাটিয়ে আত্মাহুতি দেন ওই নারী। আহত হয় তার সঙ্গে থাকা চার বছরের শিশু।

এরপরও বাড়ির ভেতরে ছিল কিশোর আফিফ কাদেরী নাবিল। সে কীভাবে নিহত হয়েছে সেটা স্পষ্ট নয়। তবে অভিযান শেষ হলেও শনিবার আইনশৃঙ্খলা বাহিনী বাড়িটিতে ঢুকেনি।

রবিবার পুলিশ বাড়িটিতে ঢোকার পর একটি কক্ষে পাঁচটি গ্রেনেড এবং দুইটি ভেস্ট পায়। এমন একটি ভেস্টে বোমা বেঁধে আত্মঘাতী নারী বোমা বিস্ফোরণ ঘটিয়েছলেন।

তবে ওই বাড়ির দ্বিতীয় কক্ষে পুলিশ প্রথমে যেতে পারেনি গ্যাসের কারণে। পরে গ্যাস নিঃসরণ হলে দুপুরের পর ওই কক্ষে ঢুকে তারা। এরপর কিশোর আফিফের মরদেহ পড়ে থাকতে দেখে তারা।

ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/ডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে বলদা রমজান আটক
গেন্ডারিয়ায় দুই নারীসহ হানি ট্র্যাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
একই ঘটনায় ঢাকা ও চট্টগ্রামে মামলা: কার চাপে মামলা নিল খুলশী থানা?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা