সেন্সর সনদ পেল ‘শেষ চুম্বন’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৭:৫২
অ- অ+

মুন্তাহিদুল লিটনের ছবি ‘শেষ চুম্বন’সেন্সর বোর্ডে প্রদর্শিত হওয়ার পর বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাগর ও সানজিদা তন্ময়। এ ছাড়া সিআইডি অফিসারের ভূমিকায় থাকবেন শিমুল খান এবং শিশুশিল্পী হিসেবে রয়েছে রাইসা।

নির্যাতনের শিকার হওয়া নিয়ে শিশুদের নিয়ে ‘শেষ চুম্বন’ ছবিটি নির্মিত হয়েছে। লাকি মুভিজের ব্যানারে নির্মিত ছবি এটি।

সিনেমাটিতে গান থাকছে মোট পাঁচটি। গানের কথাও লিখেছেন পরিচালক নিজেই।

মুন্তাহিদুল লিটন ঢাকাটাইমসকে বলেন, ‘গতকাল বুধবার সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছি। এবার মুক্তি দেওয়ার পালা। তবে আগামী রবিবার আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে ঠিক কোন দিন ছবিটি মুক্তি দেওয়া হবে।

ছবির কাহিনি নিয়ে তিনি বলেন, ‘ছবিতে দেখা যাবে একজন অপরাধী বাবা নিজের কর্মকান্ডের প্রায়শ্চিত্ত করতে এবং শেষ পর্যন্ত সে আত্মহত্যার পথ বেছে নেয়। শেষ সময়ে সে নিজের সন্তানের কাছে একটি চুম্বন প্রত্যাশা করেন। তাই আমার ছবির নাম ‘শেষ চুম্বন’। (ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি, যদি...
পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন বিকল্প নেই: বিচারপতি আব্দুর রহমান
ইস্টার্ন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু
সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের দশম মৃত্যুবার্ষিকী কাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা