‘প্রধানমন্ত্রীকে মা-খালার মতো লাগছিল’

মঈনুল রাকীব, গোপালগঞ্জ থেকে
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০১৭, ১৫:৪১| আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৬:০৮
অ- অ+

রিকশা ভ্যান চালিয়ে সংসার চালান ইমাম শেখ। কঠোর পরিশ্রমী এই মানুষটি শ্রমজীবী আর দশটা মানুষটিকে চেয়ে আলাদা করে দেখেনি কেউ। কিন্তু হঠাৎ তিনি এখন মনযোগের কেন্দ্রে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যানে চড়িয়ে রীতিমত বিখ্যাত মানুষে পরিণত হয়ে গেছেন তিনি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সর্দারপাড়া গ্রামে ইমাম হোসেনের বাড়িতে এখন মিডিয়ার লোকজনদের আনাগোনা। আশেপাশের মানুষেরাও জটলা বেঁধেছে। ভক্সপপ নিচ্ছে, বাইট চলছে, ইন্টারভিউ চলছে।

একজন প্রবীণ মানুষ হঠাৎ বললে উঠলেন, ‘ও মিয়ারা, ঐ ছাওয়ালের বাপ পাগল। একা কামাই কইরা পরিবার চালায়। নেত্রীরে জানাইলে একটা ব্যবস্থা উনি করবেন। তোমরা তারে একটু জানাইও।'

প্রধানমন্ত্রী যে ভ্যানে উঠেছেন সেই ভ্যানের চালক ইমাম শেখ। আব্দুল লতিফ শেখ এবং শাহানাজ বেগমের পুত্র ইমামের স্বপ্ন ছিল সরকারি চাকরি করে মা বাবাকে সুখে রাখবেন।

'আমার আব্বার মাথা খারাপ হয়ে গেছে। এখন আমাকে পরিবারটারে দেখতি হয়। আমরা অসহায় পরিবার। আমারে যদি কেউ যেকোন একটা সরকারি চাকরি দেতো সেইডা আমাগে পরিবারের জন্য খুব উপকার হইতো'- বলেন ইমাম।

তবে লাজুক ইমাম প্রধানমন্ত্রীকে কাছে পেয়েও লজ্জায় এই কথাটা বলতে পারেননি ইমাম।

প্রধানমন্ত্রীকে নিয়ে ভ্যান চালাতে কেমন লেগেছে? ইমাম জবাব দিলেন, 'আমি মুখে প্রকাশ করতি পারতেছি না। উনি অনেক ভাল মানুষ। মায়ের মত। আল্লাহ উনারে হায়াত দিক। সুস্থ রাখুক আমি এইটা চাই। আমি উনার জন্য জীবনও দিতে পারি। যখন উনি ভ্যানে আর সবার সাথে কথা বলতেছিল মনে হয়েছে আমাদের বাড়ির আশেপাশের মা খালা। আমার যে কি ভাল লাগছে। তখন কিচ্ছু বলতে পারি নাই খুশিতে।'

শেখ হাসিনা কী বলেছেন?-জানতে চাইলে ইমাম বলেন, ‘আমার ভ্যানে উঠে নেত্রী বললেন, তুমি ভ্যান চালাও? সবার এখন চার্জের ভ্যান? তোমরা আমার বিদ্যুত্‍ সব নষ্ট করে ফেলতেছো। তারপর হাসি দিয়ে বললেন চালাও। এত সহজ সরল মানুষ উনি আমি ভাবি নাই।'

সতের বছরের ইমাম হোসেন দারিদ্রের কারণে পঞ্চম শ্রেণি থেকে ভ্যান চালানো শুরু করে। 'সংসারের টাহা পয়সার অভাবে আর ফাইভের ফাইনাল পরীক্ষা দিতে পারি নাই' বলেন ইমাম হোসেন।

পাঁচ ভাইবোনের মধ্যে ইমাম শেখ মেজো। নিজে পড়াশোনা না করতে পারলেও ভ্যান চালিয়ে হলেও ছোটবোনের পড়াশোনাকে সে বন্ধ হতে দেবেন না বলে জানান তিনি।

নেমে যাওয়ার পর উপস্থিত একজন তাকে ভাড়া দিতে চাইলেও ইমাম তা নিতে চাননি। কেন নিলেন না-জানতে চাইলে তিনি বলেন, ‘'নেত্রী আমাগে টুঙ্গিপাড়ার মানুষ। আমার মায়ের মত। তিনি আমার ভ্যানে উঠছেন এইডা আমার সৌভাইগ্য। আল্লাহ মমতাময়ী নেত্রীর হায়াত বাড়ায় দিক এইটা চাই।'

ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এসএএফ/ডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা