সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমাদের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০১৭, ২১:৪৩| আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ২২:০৫
অ- অ+

আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন যেভাবে অবাধ ও সুষ্ঠু হয়েছে সেভাবেই জাতীয় নির্বাচন হবে। ভোট নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের বৈঠকে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাত সাড়ে আটটায় গণভবনে এই বৈঠক শুরু হয়।

নতুন নির্বাচন কমিশনের জন্য গঠন করা সার্চ কমিটিকে দলের সম্ভাব্য সদস্যের নাম প্রস্তাবে আলোচনা করতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে নতুন নির্বাচন কমিশন গঠন ও আগামী নির্বাচনের আগে দলের প্রস্তুতি বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, জনগণের ক্ষমতায়নে। আমরা চাই জনগণ ভোট দিয়ে নিজেদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে।’

জনগণের ভোটে কোনো হস্তক্ষেপ করা হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ তাদের জনপ্রতিনিধি নিজেরাই ঠিক করবে। দেশের মানুষ শান্তি চায় নাকি অশান্তি বেগমের অশান্তি চায় সেটা ঠিক করার দায়িত্ব তাদের।’

বৈঠকে আওয়ামী লীগের কার্যনির্বাহী ও উপদেষ্টা পরিষদের প্রায় সব সদস্য উপস্থিত রয়েছেন।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/টিএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা