এক বছর পর জাহিদ হাসানের সঙ্গে হীরা

মাহমুদ উল্লাহ, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৩
অ- অ+

ছোটপর্দার অভিনয় শিল্পী রুকসানা আলী হীরা। আগে অনেক নাটক সিরিয়ালে প্রিয় অভিনেতা জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করলেও এবার এক বছর পর তার সঙ্গে সহশিল্পী হিসেবে কাজ করছেন হীরা। ছবিটির শুটিং চলছে সিরাজগঞ্জে।

ঢাকাটাইমসকে হীরা বলেন, ‘জাহিদ ভাইয়ার ভ্যাগাবন্ড নাটকে আমি অভিনয় করছি।নাটকের গল্পে দেখা যায় বাবা মা আমার পড়াশোনা বন্ধ করে বিয়ে দিয়ে দিচ্ছেন। কিন্তু এমন সময় জাহিদ ভাই এসে সব সামলান। সবাইকে বুঝিয়ে আমার বিয়ে স্থগিত করে দেন। এভাবে এবারের পর্বে আমি কাজ করছি। ভ্যাগাবন্ড নাটকের গল্পটাই এমন যে, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সমস্যার সমাধান করে বেড়ান ভ্যাগাবন্ড জাহিদ ভাই। তার সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত।’

হীরা ২০০৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদনজগতে আসেন। ফ্যাশনজগতেও তিনি সমান জনপ্রিয়।

অভিনয়ের পাশাপাশি ভ্যাগাবন্ড নাটকটি পরিচালনাও করেছেন জাহিদ হাসান এবং রচনা করেছেন জাকির হোসেন উজ্জল। জাহিদ হাসান ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন- হাসান ইমাম, লায়লা হাসান, দিলারা জামান, আলী রাজ, উমিলা, তানিয়া বৃষ্টি, আইরিন, তানিসহ আরও অনেকেই। প্রতি সপ্তাহে বৃহস্পতি-শুক্র-শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে বাংলাভিশনে ধারাবাহিক নাটকটি প্রচারিত হচ্ছে।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এমইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশালে দেশীয় আগ্নেয়াস্ত্র ও বৈদেশিক মুদ্রাসহ দুর্ধর্ষ ডাকাত আটক
ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে বৃহস্পতিবার
সাড়া ফেলেছে তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’
তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী দ্রুত পাসের দাবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা