ঘুষের মামলায় স্যামসাং প্রধান গ্রেপ্তার

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০৮| আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৯
অ- অ+

দক্ষিণ কোরিয়ার শীর্ষ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের প্রধান লি জে-ইয়ংকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ঘুষ ও অন্যান্য মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে সিউল ডিটেকশন সেন্টারের হেফাজতে রাখা হয়েছে।

যে দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হে পার্লামেন্টে অভিশংসিত হয়েছেন, সেই দুর্নীতির সঙ্গে স্যামসাং প্রধানের যোগসূত্র রয়েছে বলে দাবি করা হচ্ছে।

দুটি কোম্পানি যুক্ত করে একটি কোম্পানি তৈরিতে সরকারের আনুকূল্য পেতে পার্ক গিউন হের ঘনিষ্ঠ সহচর চোই সুন-সিলের দাতব্য প্রতিষ্ঠানে অনুদান দেওয়ার অভিযোগ উঠেছে জে-ইয়ংয়ের বিরুদ্ধে। বিশেষ সুবিধা পাওয়ার আশায় অনুদান দেওয়াকে ‘ঘুষ’ হিসেবে ধরা হচ্ছে।

স্যামসাং এবং লি জে এই অভিযোগ অস্বীকার করেছেন।

স্যামসাং ইলেক্ট্রনিক্সের বর্তমান ভাইস চেয়ারম্যান লি জে-ইয়ং। ২০১৪ সালে তার বাবা ও কোম্পানির চেয়ারম্যান লি কুন-হে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে স্যামসাং গ্রুপের অঘোষিত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

লি জে-ইয়ং গ্রেপ্তার হতে পারেন- এমন খবরে স্যামসাংয়ের শেয়ারের দরপতন হয়েছে ২ শতাংশ। স্যামসাং সিঅ্যান্ডটির দরপতন হয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ।

এ বছরের জানুয়ারি মাসে স্যামসাং প্রধানকে প্রথম জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তখন তাকে গেপ্তার করা সিদ্ধান্ত নেয়া হয়নি। অবশেষে তাকে গেপ্তার করা হলো।

দেশটির আদালত জানিয়েছে, জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তাকে শুক্রবার গেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নতুন অভিযোগ পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোংলায় কোস্ট গার্ডের দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নি নির্বাপণী প্রশিক্ষণ কার্যক্রম
গণতন্ত্রের স্বার্থে বিএনপি অনেক ছাড় দিয়েছে ঐকমত্য কমিশনে: তারেক রহমান
জমি বিরোধের জেরে দুই লাখ টাকায় স্ত্রীকে হত্যা, ৪ আসামি গ্রেপ্তার
মালয়েশিয়া ১০-১২ লাখ কর্মী নেওয়ার গুঞ্জন ভিত্তিহীন, ৩০-৪০ হাজার নেবে: আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা