ছোটপর্দায় নেই, কোথায় তুষার?

মাহমুদ উল্লাহ, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৩৭| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৫১
অ- অ+

বিটিভির ধারাবাহিক নাটকের জামাল-কামাল যুগলের জামালকে মনে পড়ে? জামাল মানে শক্তিমান অভিনেতা তুষার খানের কথা বলছি। ছোটপর্দার পর বড়পর্দায়ও জনপ্রিয়তা পেয়েছিলেন। পরে অবশ্য টিভি নাটকেই বেশি ব্যস্ত ছিলেন। তবে বছর কয়েক ধরে তাকে খুব একটা টিভিতে দেখা যাচ্ছে না।

বহু দিন পর উদয় হন শিল্পী সংঘের নির্বাচনের দিন। সেই দিন শিল্পকলা একাডেমীতে এসেছিলেন ভোট দিতে। তুষার খানের সঙ্গে হয় কুশল বিনিময়। এর সপ্তাহখানেক পরে এসে মুঠোফোনে যোগাযোগ করা হয়। টিভি নাটক থেকে দূরে কেন- এমন প্রশ্নে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে তুষার বলেন, ‘বেশ কিছুদিন কাজ কমিয়ে দিয়েছি। নাট্যাঙ্গনের বিভিন্ন সমস্যার কারণে একটু দূরে ছিলাম। নির্মাণ, চিত্রনাট্য-সবকিছুতেই সমস্যা ছিল। এখন আবার ফিরছি। তবে পরিস্থিতি দেখে মাঝেমাঝে মনে হয় আমি বুঝি এখানকার মানুষ না।’

অভিনয়ের বাইরে কী করছিলেন, জানতে চাইলে তুষার ঢাকাটাইমসকে বলেন, ‘মাঝের গ্যাপটায় একটু অলস জীবনযাপন করছিলাম। গত বছর হজে গিয়েছিলাম। ঘুরে-ফিরে বাকি সময় পার করেছি।’

এখন কী করছেন- জানতে চাইলে তিনি বলেন, ‘২১ ফেব্রুয়ারির একটি বিশেষ নাটকে কাজ করলাম বিটিভির জন্য। এটি প্রযোজনা করেছেন জান্নাতুল ফেরদৌস।এছাড়া চয়নিকা চৌধুরী ও বাবলুর দুটি ধারাবাহিক নাটকে কাজ করছি। এগুলো বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে। এমন আরো একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের বিষয়ে কথাবার্তা চলছে। মান্নান শফিকের এই কাজটা হলে সিলেটে গিয়ে শুটিং করতে হবে।’

চলচ্চিত্রে ফিরবেন কি না- এ প্রসঙ্গে তুষার খান বলেন, ‘সিনেমার প্রসঙ্গে বলবো, আমাদের সময়ের সবাই এখন পুরোদমে সিনেমার পরিচালক। তারা হয়তো অনেকেই জানে না যে সিনেমা নিয়ে আমার আগ্রহ আছে, অভিনয় করবো। তবে গল্প ভালো না লাগলে করবো না।’

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বললেন, ‘আমাদের সিনেমার মতোই নাটকেও একটা বাজে সময় গেছে। এখন আবার দুটোই ভালো হচ্ছে। পরিবর্তন আসছে। আমার সব প্রেমতো আসলে অভিনয় ঘিরেই। অন্য কাজতো আসলে করতেও পারবো না।’

মঞ্চনাটকের সময় দিচ্ছেন কী? এমন প্রশ্নে তুষার খান ঢাকাটাইমসকে বলেন, ‘টিভি, সিনেমার শুটিংয়ের কারণে মাঝে সময় কম দিয়েছি। এখন আবার যাতায়াত করছি। আরণ্যকের শো থাকলে যাই। সেখানেও নিয়মিত হবো।’

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এমইউ/টিএমএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৮তম সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ায় মেঘনা ব্যাংকের নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু
ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি, যদি...
পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন বিকল্প নেই: বিচারপতি আব্দুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা