‘হুমায়ূন আহমেদের কোনো অপমান মেনে নেব না’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৯| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৪
অ- অ+

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সেন্সরে থাকা চলচ্চিত্র ‘ডুব’-এর প্রতিটি গল্প কথাশিল্পী হুমায়ূন আহমেদের জীবনের সঙ্গে মিলে যায় বলে দাবি করেছেন অভিনয়শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। প্রয়াত এই লেখকের স্ত্রী শাওন আরো বলেছেন, ‘এই ছবিতে হুমায়ূন আহমেদকে নিয়ে বিভ্রান্তিকর অনেক তথ্য রয়েছে। তাই এই সিনেমা নিয়ে সেন্সর বোর্ডকে আমার আপত্তির কথা জানিয়েছি। আমাকে কেউ অপমান করলে সমস্যা নেই। কিন্তু মৌলিক কাহিনি দাবি করে কোনো ছবির মাধ্যমে হুমায়ূন আহমেদকে অপমান করা হলে, তা মেনে নিবো না।’

এ বিষয়ে রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা দখিন হাওয়ায় এক সংবাদ সম্মেলন করেন শাওন। এ সময় তিনি বলেন, ‘এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেননি ফারুকী।’

তিনি আরো বলেন, ‘যদি হুমায়ূনের জীবনী নিয়ে ছবিটি বানানো না হয়ে থাকে, তাহলে তার জীবনের সঙ্গে ডুবের গল্প হুবহু মিলে গেলো কেনো? ছবিটিতে এমন একটি চরিত্র আছে, যার গাজীপুরে বাগান বাড়ি আছে, তার মেয়ের ক্লাসমেটকে সে বিয়ে করে। এগুলোতো সব হুমায়ুন আহমেদের জীবনে ঘটেছে। এতে আরো দেখানো হয়েছে তার দুটি সংসার আছে। এবং সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। সেখানে হুমায়ুনের নাম ব্যবহার না করলেও বুঝতে অসুবিধা হয় না যে, এটা হুমায়ুন আহমেদের জীবন নিয়েই তৈরি। তাই এতো লুকোচুরি করা হয়েছে ডুব চলচ্চিত্রটি তৈরি করতে।’

নির্মাণ শেষে ফারুকী সম্প্রতি ‘ডুব’ সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেন। ১৩ ফেব্রুয়ারি শাওন সেন্সর বোর্ডের কাছে একটি চিঠি দেন। যাতে বলা হয়, হুমায়ূন আহমেদের জীবনকেন্দ্রিক কোনো আপত্তিকর বিষয় এই ছবিতে থাকলে, তা যাতে যথাযথ পরিবর্তন করা হয়। তার আগে এটি মুক্তি দেয়া ঠিক হবে না বলে শাওন মনে করছেন।

এ চিঠির কারণেই ছবিটির ভাগ্য ঝুলে যায়। এই প্রেক্ষাপটে মোস্তফা সরয়ার ফারুকী দাবি করেছেন, মৌলিক চিত্রনাট্য থেকেই ছবিটি নির্মাণ করা হয়েছে। তিনি আশা করছেন এটি ছাড়পত্র পাবে।

বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় ‘ডুব’ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, কলকাতার পার্নো মিত্র ও বলিউডের ইরফান খান। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজ। এর সহপ্রযোজক হিসেবে আছেন ইরফান খান।

ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এমইউ/টিএমএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি, যদি...
পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন বিকল্প নেই: বিচারপতি আব্দুর রহমান
ইস্টার্ন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু
সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের দশম মৃত্যুবার্ষিকী কাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা