হোয়াইট হাউজে অফিস করছেন ট্রাম্পকন্যা ইভাঙ্কা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্প হোয়াইট হাউসে নিয়মিত অফিস করছেন বলে নিশ্চিত করেছেন এক প্রশাসনিক কর্মকর্তা। ইভাঙ্কা হোয়াইট হাউসে ওয়েস্ট উইং-এ কাজ করবেন তবে তিনি কোন 'সুনির্দিষ্ট পদবী' ও 'বেতন' পাবেন না বলে জানিয়েছে সরকারি সূত্র।
হোয়াইট হাউসের প্রশাসনিক কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, ইভাঙ্কা ট্রাম্পের কতৃত্ব থাকবে অভ্যন্তরীন তথ্যের উপর। ইভাঙ্কার অ্যাটর্নি জানান, তার ভূমিকা হবে বৃহৎ পর্যায়ের বিবৃতি প্রদানের সময় ডোনাল্ড ট্রাম্পের 'চোখ ও কান' রক্ষা করা।
৩৫ বছর বয়সী ইভাঙ্কার একটি নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড রয়েছে। হোয়াইট হাউসে স্বামী জারেড কুশনারের সঙ্গে কাজ করছেন ইভাঙ্কা। কুশনার প্রেসিডেন্ট ট্রাম্পের উচ্চ পর্যায়ের উপদেষ্টা এবং প্রাথমিকভাবে বাণিজ্য নীতি এবং মধ্যপ্রাচ্য সংক্রান্ত বিষয়গুলো দেখছেন।
প্রসঙ্গত, জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহনের পর তার কন্যা ইভাঙ্কা ট্রাম্প ইতিমধ্যেই জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিভিন্ন বিশ্বনেতাদের সঙ্গে রাষ্ট্রীয় সভা ও আলোচনায় অংশ নিয়েছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে স্বজন প্রীতি বিরোধী আইন রয়েছে। এই আইনের ফলে হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ পদে প্রেসিডেন্টের স্বজনদের নিয়োগ দেয়া যাবে না।
(ঢাকাটাইমস/২১মার্চ/জেএস)

মন্তব্য করুন