ছয় জেলায় আইয়ুব বাচ্চুর গিটার উৎসব

সারাদেশে গিটার উৎসব করবেন আইয়ুব বাচ্চু। এই ধরণের উদ্যোগ এবারই প্রথম। দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে গিটার বাজিয়ে শ্রোতাদের মুগ্ধ করবেন।
গিটারের শব্দ শোনাতেই ঘুরবেন ছয়টি বিভাগ। ঢাকাসহ ঘুরবেন সিলেট, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী এবং খুলনা শহরে। এসব বিভাগীয় শহরে ধারাবাহিকভাবে গিটার উৎসবের আয়োজন করা হবে।
আইয়ুব বাচ্চুর এই গিটার উৎসবের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বুধবার চ্যানেল আই প্রাঙ্গনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন আইয়ুব বাচ্চু এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
মঙ্গলবার আইয়ুব বাচ্চুর কাছে এই গিটার উৎসবের ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয়। মুঠোফোনে যখন তিনি কথা বলছিলেন, তখন গানের রেওয়াজ করছিলেন। রেওয়াজ থামিয়ে তিনি বলেন, ‘আমি এখন প্যাডে প্যাকটিস করছি। এখন তো কিছু বলতে পারবো না। আগামীকাল চ্যানেল আইতে সংবাদ সম্মেলনে আসেন। তখন কথা হবে।’
এর আগে আইয়ুব বাচ্চু বলেছিলেন, ‘ আমি সবসময়ই তো মঞ্চে গান পরিবেশন করি। তা ছাড়া ভেবে দেখলাম আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে ভবিষ্যতেও গান গাওয়ার অনেক সুযোগ আছে। কিন্তু এখনই গিটারে গানের উৎসবটা করা প্রয়োজন। কেননা, বিভিন্ন সময়ে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে আমি এমন অনেক ভক্ত পেয়েছি যারা শুধু আমার গিটারের সুরেলা শব্দই শুনতে চেয়েছেন। সে সব গিটারপাগল ভক্তের জন্যই দেশের ছয়টি জেলা শহরে আমার এই আয়োজন থাকছে।’
ঢাকাটাইমস/২১মার্চ/এমইউ

মন্তব্য করুন