ভোট সুষ্ঠু হলে নির্বাচনে যাবেন সুলতান মনসুর

মাসুদুল হাসান রনি, প্যারিস
| আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১৪:৫১ | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৭, ০৯:৪২

আগামী নির্বাচন নিয়ে সংশয় রয়েছে ডাকসুর সাবেক ভিপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের। তবে ভোট সুষ্ঠু হলে তিনি নির্বাচনে যাবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। এক প্রশ্নের জবাবে সুলতান মোহাম্মদ মনসুর বলেন, ‘সুষ্ঠু ভোট হলে অবশ্যই নির্বাচনে অংশ নেব।’

শনিবার রাতে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফ্রান্সে কুলাউড়া কমিউনিটি নেতা সৈয়দ খালেদ আলীর সভাপতিত্বে তার বাসভবনে অনুষ্ঠিত সভায় কুলাউড়াসহ বৃহত্তর সিলেটের অসংখ্য প্রবাসী উপস্থিত ছিলেন।

সুলতান মনসুরকে নেতাকর্মীরা কাছে পেয়ে তাদের অনুযোগ তুলে ধরেন। এ সময় তিনি ধৈর্যসহ তাদের কথা শুনেন এবং দেশের কল্যাণে প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পরামর্শ দেন।

দেশের উন্নয়নের রাজনীতির ধারাকে এগিয়ে নেয়ার আহবান জানান তিনি।

দেখা করতে আসা প্রবাসী বাংলাদেশি ও নেতাকর্মীদের দেশের বন্যার্তদের সাহায্যের জন্য আহবান জানান ডাকসুর সাবেক এই ভিপি।

(ঢাকাটাইমস/৯জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :