যশোর ছাত্রলীগে সভাপতি শাহী, জিসান সম্পাদক

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুলাই ২০১৭, ১৯:২৯

যশোর জেলা ছাত্রলীগের সভাপতি হলেন রওশন ইকবাল শাহী। আর সাধারণ সম্পাদক হয়েছেন ছালছাবিল আহমেদ জিসান। সোমবার বিকালে পৌর কমিউনিটি সেন্টারে কাউন্সিলরদের ভোটগ্রহণ শেষে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ভোটের ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণাকালে সাইফুর রহমান সোহাগ জানান, সভাপতি পদে রওশন ইকবাল শাহী ১০৪ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাব্বির রহমান লিমন পান ১৬ ভোট।

আর সাধারণ সম্পাদক পদে ছালছাবিল আহমেদ জিসান ১০৫ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সালাহউদ্দীন কবির পিয়াস পান ১৫ ভোট।

এবার মোট কাউন্সিলর ছিলেন ৫৪০ জন। এদের মধ্যে মাত্র ১২০ জনের ভোট নেয়া হয়। জেলা কমিটির সব সদস্য এবং উপজেলা ও শহর কমিটিগুলোর সভাপতি-সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কদের ভোটার হিসেবে গণ্য করা হয়।

অন্য কাউন্সিলরদের ভোটদানের সুযোগ দেয়া হয়নি বলে সেখানে উপস্থিতরা জানিয়েছেন।

এদিকে, যাদের ভোট দেয়ার সুযোগ দেয়া হয়, তাদের অনেকেও ভোটগ্রহণস্থলে উপস্থিত ছিলেন না। কেন্দ্রীয় সভাপতি একে একে ভোটারদের নাম ডাকেন এবং ভোটগ্রহণ করেন। যারা সেখানে উপস্থিত ছিলেন না, তারা ভোট দিতে পারেননি।

এর আগে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হয় যশোর কেন্দ্রীয় ঈদগাহে। এরপর কাউন্সিল হওয়ার কথা ছিল বাদশাহ ফয়সল ইসলামী ইনসটিটিউট হলরুমে। কিন্তু নেতারা কাউন্সিলরদের না ডেকে প্রধান পদ দুটিতে প্রতিদ্বন্দ্বী ও প্রধান নেতাদের ডেকে নেন সার্কিট হাউসে। সেখানে সভাপতি-সাধারণ সম্পাদক পদের ৪০ জনের মধ্যে মাত্র চারজনের প্রার্থিতা টেকে। এদের মধ্যে দুইজন সভাপতি ও দুইজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি সার্কিট হাউজের সভায়। বিকাল চারটার পর নেতারা সদলবলে চলে যান পৌর কমিউনিটি সেন্টারে। সেখানে ভোটগ্রহণ করা হয়।

এদিকে, ভোটের ফলাফল যখন ঘোষণা করা হচ্ছিল, তখন সার্কিট হাউজে যশোরের ছয় সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ নেতারা অবস্থান করছিলেন। তারা ছাত্রলীগের এই নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া নিয়ে কী ভাবছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

(ঢাকাটাইমস/১০জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :