বেনাপোলে পৌনে তিন কেজি সোনাসহ নারী আটক

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৭, ১২:০৩

বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে শনিবার সকাল সাড়ে ১০ টায় পৌনে তিন কেজি সোনার বারসহ রোকসনা বেগম নামে এক বাংলাদেশি নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা।

ওই নারী ঢাকার ওয়ারী এলাকার আবুল হোসেনের মেয়ে।তার পাসপোর্ট নং বিজে- ০৪৯৯২১৯।

বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ডেপুটি কমিশনার মো. আব্দুস সাদেক ঢকাটাইমসকে জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি টিম নোম্যান্সল্যান্ড এলাকায় রোকসনা বেগমকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে পৌনে তিন কেজি ওজনের ১১টি সোনার বার জব্দ করা হয়।

গত তিন দিনে বন্দরের শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা আরও এক কেজি সোনার বারসহ তিন জনকে আটক করে।

রোকসনা বেগমকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫জুলাই/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :