রায় প্রচার করে বেড়াচ্ছেন আ.লীগের নেতারা: অলি
সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া আপিল বিভাগের রায় আওয়ামী লীগের নেতাকর্মীরা গত ১৫ দিন ধরে প্রচার করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমেদ।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে সমসাময়িক রাজনীতি নিয়ে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এলডিপি এই আলোচনা সভার আয়োজন করে।
অলি বলেন, ‘আজকে প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, আমি মনে করি এ রায় শত শত বছর পুরো জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে।’
এলডিপি চেয়ারম্যান বলেন, ‘মাননীয় বিচারপতি বলেছেন, দেশে গণতন্ত্রও নেই এবং সংসদের কার্যকারিতাও নেই। এটা কি কেউ না বলতে পারবেন। প্রধান বিচারপতি সাহেব যখন রায় দিয়েছেন, অতএব এটা কোটি মানুষের রায়। প্রধান বিচারপতি দেশকে বাঁচানোর চেষ্টা করেছেন।’
নির্বাচন কমিশকে মেরুদণ্ডহীন উল্লেখ করে অলি আহমেদ বলেন, ‘গত দুই দিন সিনিয়র সাংবাদিকেরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে গিয়েছিলেন। কতগুলো প্রশ্ন করেছিলেন, উনি রিঅ্যাক্ট করে বললেন কি, রাজনৈতিক দলের মধ্যে যে অসুবিধা আছে সেটা মিটিয়ে দেয়া আমার দায়িত্ব না। ভাই তোমাদের তো সেই কেপাসিটিই নাই, তোমাদের মেধা থাকলে তো তোমরা প্রধানমন্ত্রীই হতা। আমাদের নিয়ে তামাশা কর।’
অলি আহমেদ বলেন, ‘এখানে অকর্মণ্য অকর্ম মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন। এরা হলো সরকারের কতগুলো চাকর। তাদের কারণে আজকে দেশের এই অবস্থা।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশ একটি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশ স্বাধীন হওয়ার পর কখনো পানিতে রেললাইন বন্ধ হয়নি। এই প্রথম রেললাইন বন্ধ হলো। তাহলে বুঝেন কী রকম ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সরকারের পক্ষ থেকে যাদের যাওয়ার কথা তারা গরিব মানুষের পাশে এখনো দাঁড়ায়নি এটা দুঃখজনক।’
অলি বলেন, ‘এটা সরকারের একার পক্ষে সম্ভব না। কতটুকু দিলাম এটা বড় কথা নয়। সমাজের বিত্তবান মানুষকেও এখানে এগিয়ে আসতে হবে। আমরা সরকারে থাকলেও একা পারতাম না।’
(ঢাকাটাইমস/১৮আগস্ট/এএকে/জেবি)