স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ আগস্ট ২০১৭, ১৪:৫৯

স্ত্রীকে হত্যা করে লাশ গোপনের উদ্দেশ্যে মাটিচাপা দিয়ে রাখার অপরাধ সন্দোতীতভাবে প্রমাণিত হওয়ায় স্বামী এনামুল হককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ হায়দার আলী। বৃহম্পতিবার আদালত এ আদেশ দেয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জেলার পীরগঞ্জ উপজেলার জসাইপাড়া গ্রামের এনামুল হক ২০১১ সালের ২০ এপ্রিল স্ত্রী সালমা বেগম নিয়ে বড়মেয়ে বিজলীর বাড়িতে বেড়াতে যায়। ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ এলাকায় মেয়ের বাড়ি থেকে ফেরার পথে স্ত্রী সালমা বেগমকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এবং লাশ গোপন করতে শ্যামপুর এলাকায় মাটিচাপা দেয়। ঘটনার চারদিন পর ২৫ এপ্রিল পুলিশ বাড়ির অনতিদূরে শ্যামপুর এলাকা থেকে মাটিচাপা দেয়া অবস্থায় সালমার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ভাই সফির উদ্দীন পীরগঞ্জ থানায় একটি মামলা করেন। পুলিশ এনামুলকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। পরে এনামুল দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :