ছুটির বিষয়টা অধিনায়ককেও জানাননি সাকিব

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৪

সামনেই সিরিজ।এ অবস্থায় দলের কোনো একজন খেলোয়াড় ছুটি নিবেন, এ ব্যাপারটা তো সবচেয়ে আগে জানার কথা অধিনায়কেরই। কিন্তু না, টেস্ট অধিনায়ককে না জানিয়েই বিসিবিতে ছয় মাসের ছুটির অবেদন করেন সাকিব। শুধু মুশফিক নন, প্রধান নির্বাচক এবং কোচকে পর্যন্ত জানানোর প্রয়োজনও বোধ করেননি বিশ্বসেরা এ অলরাউন্ডার!

জানা গেছে, টেস্ট ফরম্যাট থেকে ৬ মাসের ছুটি নিবেন, ব্যাপারটা বোর্ড প্রেসিডেন্টকে ছাড়া অন্য কাউকে জানাননি সাকিব আল হাসান।বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকেই খবরটা নানা দিকে ছড়িয়ে পড়ে। অন্য সবার মতো সাকিবের ছুটির বিষয়টা এভাবেই জানতে পারেন টেস্ট অধিনআয়ক মুশফিকুর রহিম।

দক্ষিণ আফ্রিকা রওনা হবার আগে শুক্রবার দুপুরে মিরপুরে সাংবাদিকদের বাংলাদেশ টেস্ট অধিনায়ক বলেন,‘সাকিব বোর্ড প্রেসিডেন্টকে বলেছিল।আমরা এদিক ওদিক থেকে শুনেছি। তবে ছুটি পাবে কী পাবে না সেটা জানতাম না।’

সাকিব দলের সবচেয়ে বড় তারকা। তাকে ছাড়া ভালো করা মোটেও সহজ নয়। মুশফিকও তা মানছেন। তবে সবাই একট্টা হয়ে খেলতে পারলে সাকিবের অভাব পূরণ করা যাবে বলে বিশ্বাস মুশফিকের।

তিনি বলেন,‘ যখন আমি শুনেছিলাম, তখন মানসিকভাবে প্রস্তুত ছিলাম। ওর বিকল্প তো আর পাওয়া যাবে না। তারপরও দখা যাক। ক্রিকেট তো ঐক্যের খেলা। চেষ্টা করব, ওকে ছাড়াই ভালো কিছু করতে। আমরা দল হিসেবে খেলতে পারলে মনে হয় সাকিবের অপূর্ণতা পূরণ করতে পারব।’

সাকিব ছাড়াও দল ভালো করেছে, এমন উদাহরণ টেনে মুশফিক বলেন,‘ সাকিবকে ছাড়াও কিন্তু আমরা ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জিতেছি। ওকে অনেক মিস করবো।’

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :