আলমগীরের পর এবার ফারুক

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০১৭, ১১:১২
অ- অ+

চলচ্চিত্রের নায়ক-নায়িকাদের ছবি প্রযোজনা বা পরিচালনায় আসা নতুন কিছু নয়। নায়ক রাজরাজ্জাক, ববিতা, কবরী, সুচন্দা, রুবেল, সোহেল রানা থেকে শুরু করে এ তালিকায় নাম আছে ঢালিউডের বর্তমান সুপারস্টার শাকিব খানেরও। এই তো কয়েকদিন আগে ছবি পরিচালনায় মাঠে নেমে পড়েছেন এক সময়ের সফল নায়ক আলমগীরও। এবার সে তালিকায় উঠল আরেকটি নতুন নাম। তিনি নায়ক ফারুক। যদিও এর আগে কয়েকটি ছবি তিনি প্রযোজনা করেছেন, কিন্তু পরিচালনায় এই প্রথম।

এ ব্যাপারে ফারুক বলেন, ‘দীর্ঘদিন ধরে পরিচালনায় আসার ইচ্ছা থাকলেও চলচ্চিত্রের সামগ্রিক পরিবেশ অনুকূলে ছিল না। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল। দর্শক আবারও হলে গিয়ে ছবি দেখা শুরু করেছে। এই মুহূর্তে দরকার ভালো চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের ধরে রাখা। আশা করছি, সবাইকে সঙ্গে নিয়েই কাজটি করতে পারব।’

চলচ্চিত্রের সার্বিক অবস্থা বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ফারুক। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন চিত্রনাট্য নির্বাচনের পর। জানা গেছে, এ মুহূর্তে তাঁর ভাবনায় রয়েছে তিনটি মৌলিক গল্প। একটি দেশ ভাগের উপর, একটি মানবিক এবং আরেকটি রাজনৈতিক গল্প। এগুলোর মধ্যে দর্শকের পছন্দের কথা মাথায় রেখে চূড়ান্ত গল্প নির্বাচন করা হবে। নির্বাচিত গল্প থেকে সংলাপ রচনা করবেন নির্মাতা আমজাদ হোসেন ও গান লিখবেন গাজী মাজহারুল আনোয়ার। অভিনেতার নিজস্ব প্রযোজনা সংস্থা থেকেই নির্মিত হবে তাঁর প্রথম চলচ্চিত্র।

১৯৭১ সালে ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক নায়ক ফারুকের। ক্যারিয়ারে সুনামের সঙ্গে অভিনয় করেছেন ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘সারেং বউ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘আলোর মিছিল’ ‘দিন যায় কথা থাকে’ ও ‘জীবন সংসার’ সহ শতাধিক ছবিতে। এর মধ্যে ‘লাঠিয়াল’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ১৯৭৫ সালে তিনি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ লাভ করেন। ১৯৭১ সালে অস্ত্র হাতে দেশ স্বাধীনের জন্য যুদ্ধও করেছেন নায়ক ও মুক্তিযোদ্ধা ফারুক।

ঢাকাটাইমস/০২অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে ১৫ সেপ্টেম্বর গেজেট প্রকাশ
পল্লী সঞ্চয় ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
ডাকসু: ছাত্রদলের নির্বাচনী ইশতেহার ঘোষণা
যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই বাংলাদেশে পুশইন: দাবি বিএসএফ মহাপরিচালকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা