২০১৬: রেকর্ড গরমে পুড়েছে বিশ্ব, ক্ষতি ১২৯ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৭, ১৩:৫৬
অ- অ+

রেকর্ড গড়েছে ২০১৬ সাল। ওয়ার্ল্ড মেটিওরোজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও)-র দাবি, গত বছরে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের ঘনত্ব বেড়ে গিয়েছে রেকর্ড পরিমাণ। সেই সঙ্গে গেল বছরে বিশ্বব্যাপী দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১২৯ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে খরা, ঝড় ও বন্যা বেড়ে যাওয়ায় এই ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। মঙ্গলবার এক প্রতিবেদনে একথা বলা হয়।

গবেষকদের দাবি, ২০১৬ সালে বিশ্বব্যাপী যে গরম অনুভূত হয়েছে তা গত ৩০ থেকে ৫০ লাখ বছরেও ঘটেনি। এর পেছনে মূলত মানুষই দায়ী। পাশাপাশি এল নিনোর (উষ্ণ সামুদ্রিক জলস্রোত) প্রভাবও খানিকটা দায়ী।

তবে দোষ যারই হোক না কেন ফলাফল হতে চলেছে ভয়ঙ্কর। বিজ্ঞানীদের আশঙ্কা, অসহনীয় হয়ে উঠবে গোটা বিশ্বের তাপমাত্রা। মাত্রাছাড়া গরমে হাসফাঁস দশা হবে মানুষের।

পৃথিবীর বিভিন্ন প্রান্তের ৫১টি দেশে সমীক্ষা চালিয়ে ২০১৬ সালের গ্রিনহাউস গ্যাস বুলেটিন বের করেছে ডব্লিউএমও। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কার্বন-ডাই-অক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইডের ঘনত্ব মেপে দেখা হয়েছে।

২০১৬ সালে বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের গড় ঘনত্ব ছিল ৪০৩.৩ পিপিএম। ২০১৫ সালে যেটা ছিল ৪০০ পিপিএম।

ডব্লিউএমও-র বায়ুমণ্ডল বিষয়ক দপ্তরের প্রধান ওকসানা তারাসোভা বলেন, ‘গত ৩০ বছরে কখনও কার্বন-ডাই-অক্সাইডের ঘনত্ব এক লাফে এতটা বেড়ে যেতে দেখা যায়নি।’

দ্যা ল্যান্সেট মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বিশ্বে আবহাওয়া সংক্রান্ত দুর্যোগ ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর বিশ্বে ৭৯৭টি চরম দুর্যোগপূর্ণ ঘটনা ঘটে। এসব ঘটনায় বিশ্বের ১২৯ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়। এটি প্রায় ফিনল্যান্ডের বাজেটের সমান। এসব দুর্যোগে বস্তুগত সম্পদের ক্ষতির হিসাব করা হলেও প্রাণহানিজনিত বা রোগবালাই ছড়িয়ে পড়ার কারণে যে আর্থিক ক্ষতি হয়েছে সেটি অন্তর্ভূক্ত করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে আবহাওয়াজনিত কারণে দুর্যোগ অনেক বেড়ে গেছে। ১৯৯৭-১৯৯৮ সালে কার্বন-ডাই-অক্সাইডের ঘনত্ব এক ধাক্কায় ২.৭ পিপিএম বেড়ে গিয়েছিল। কিন্তু এবার সেটা ৩.৩ পিপিএম। গত দশ বছরের গড় বৃদ্ধির থেকে যা প্রায় ৫০ শতাংশ বেশি।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/জেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুষ্টিয়ায় জাসদ কর্মী হত‌্যার ঘটনায় ছাত্রদল নেতাসহ আটক ৩
চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা চলছে
নরসিংদীতে ৮ মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা
কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা