‘নেত্রীর নির্দেশ না মানলে আ.লীগের দরজা বন্ধ’

সাজ্জাদ হোসেন বাবু, ফরিদপুর
 | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৬, ১৯:৪০

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ বলেছেন, আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারিত হবে। তথাপিও ২০১৯ সালের জাতীয় নির্বাচনকে মাথায় রেখে দলীয় ঐক্যকে সুদৃঢ় করাসহ অভ্যন্তরীণ কোন্দল নিরসনে কাজ করবে নতুন কমিটি।

শনিবার ফরিদপুরের বদরপুরে এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বাসভবনে ফরিদপুরের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, নেত্রীর নির্দেশ কেউ অমান্য করলে ভবিষ্যতে তাদের চিরদিনের জন্যে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ হয়ে যাবে।

‘মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই’ মন্তব্য করে তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি তাদের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল করেছে। এসময় তিনি আরো বলেন, বিদেশি শক্তির উপর ভর করে ক্ষমতায় যাওয়া যাবে না।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল সাহার সভাপতিত্বে এসময় সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা খন্দকার মোহতেশাম হোসেন বাবর, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক সৈয়দ শামসুল আলম, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভীসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৫ নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :