এলিফ্যান্ট রোডের অবরোধ তুলে নিলেন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০১৭, ১৭:৩৪

মালিকপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের সামনের অবরোধ তুলে নিয়েছেন শ্রমিকেরা।

আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে মালিকপক্ষ এসে শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে নেয়।

এর আগে সকাল ১০টার সময়ে বিনা নোটিশে কারখানা বন্ধ করা হচ্ছে এমন খবরে সড়কটি অবরোধ করেন হেক্সা গার্মেন্টসের শ্রমিকরা।

তাদের অবরোধের কারণে নগরীর গুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

হেক্সা গার্মেন্ট কর্তৃপক্ষ জানায়, তাদের কারখানা যাত্রাবাড়ী এলাকায় স্থানান্তর করা হচ্ছে এবং শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হচ্ছে না- সকাল থেকে এমন খবর প্রচার করা হতে থা লে শ্রমিকরা রাস্তায় নেমে অবরোধ শুরু করেন।

পরে পুলিশের ডাকে মালিকপক্ষ ঘটনাস্থলে জানান, তাদের কারখানা এখনই যাত্রাবাড়ী নেওয়া হচ্ছে না। আগে সেখানে নিজস্ব ভবন তৈরি করা হবে। তারপর সেখানে কারখানা স্থানান্তর করা হবে। কেউ যদি সেখানে যেতে চায় তাহলে যেতে পারবে, আর তা না হলে ন্যায্য পাওনা বুঝে পাবে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, মালিকপক্ষ এসে শ্রমিকদের বুঝিয়ে বলার পর শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নেন।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এএ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :