ঈদের ছুটিতে দেখুন ক্লাসিক ছবি

তাজরিন জাহান তারিন, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ জুন ২০১৭, ১০:৩৪ | প্রকাশিত : ২৬ জুন ২০১৭, ০৯:২৩

কর্মব্যস্ত এই জীবনে অবসর সময় পাওয়া যেন অমাবস্যার চাঁদ হাতে পাওয়ার মত। চলে এসেছে ঈদ।এই সময়টাতে হাতে থাকবে বেশ কিছুদিন অবসর সময়।এ সময়টা কাজে লাগাতে পারেন পছন্দের কাজে।কেউ হয়ত ভালবাসেন বই পড়তে কেউ বা ছবি দেখতে। ক্লাসিক কিছু ছবি হতে পারে আপনার এই ঈদের সঙ্গী।দেখে নিন এমনই কিছু ছবির তালিকা। টরেন্ট থেকে ছবিগুলো নামাতে হলে আগে ১ মেগাবাটিরে ফাইল ‘বিটটরেন্টটি’ http://www.bittorrent.com/ ডাউনলোড করে নিন।

রোমান হলিডে: প্রিন্সেস অ্যান রয়েছে তার ইউরোপে সফরে।কিন্তু তার দম বন্ধ করা শিডিউল তাকে ভীত করে তুলেছে। স্বাধীনতাহীন এই জীবন থেকে মুক্তি পেতে এক রাতে পালিয়ে যান তিনি প্রাসাদ ছেড়ে।ঘুরতে ঘুরতে একসময় ঘুমিয়ে পরেন পার্কের বেঞ্চে।সেখান থেকে তাকে উদ্ধার করে একজন আমেরিকার সাংবাদিক।কি ঘটবে এরপর! জানতে হলে দেখতে হবে ১৯৫৩ সালে মুক্তি পাওয়া এই রোমাণ্টিক ছবিটি।আইএমডিবির ৮.১ রেটিং পাওয়া এই ছবিতে রয়েছেন নায়িকা অড্রে হেপবার্ন।আপনার ইদের সময় কাটুক চমৎকার এই ছবিটি দিয়ে।

টরেন্ট লিঙ্কঃ http://torrentking.eu/movie-1953/roman-holiday-torrents/

ইটস ওয়ান্ডারফুল লাইফঃ ছোট বেলার স্বপ্ন বিসর্জন দিয়ে জর্জ হয়ে গিয়েছিলেন একজন জনউপকারী ব্যবসায়ী।ভালবাসার মানুষকে নিয়ে হয় সুখের সংসারও।কিন্তু একসময় নানা সমস্যা তাকে হতাশায় ডুবিয়ে দেয়।সংসার জীবন থেকে মুক্তি পাওয়ার আকুতি তার তখন।এ সমস্যা থেকে উদ্ধার করে আসে এক এঞ্জেল।জর্জ না থাকলে কেমন হত তখনকার প্রিয় মানুষগুলোর জীবন?জানতে হলে বসে যান ছবিটি দেখতে। ১৯৪৬ সালে মুক্তি পাওয়া সাদা কালো এই ছবিটি এখনও সমান জনপ্রিয় ।

টরেন্ট লিঙ্কঃ https://yts.ag/movie/its-a-wonderful-life-1946

ক্যাসাব্লাংকাঃ একজন আমেরিকা নিয়ে সারাক্ষন বিদ্রুপে মগ্ন থাকে, আরেকজন দেশপ্রেমী। রিক আর ইলসা। ১৯৪২ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটিতে এই বিপরীত ধর্মী দুটি চরিত্রের সাক্ষাত এবং এর থেকে প্রনয়ের দুর্দান্ত অভিনয় ফুটে উঠেছে। এছাড়া সিনেমাটিতে ছিল টেরর এবং কমেডির সংমিশ্রণ। আইএমডিবিতে ৮.৫ রেটিং দখল করা ১ ঘন্টা ৪২ মিনিটের এই ক্লাসিক ছবিটি আপনার ঈদকে করতে পারে আরও সুন্দর। টরেন্ট লিঙ্কঃ https://yts.ag/movie/casablanca-1942

দ্য এপার্টমেন্টঃ ব্যাক্সটার তার নির্বাহীদেরকে তার অ্যাপার্টমেন্টে ব্যবহার করার অনুমতি দিয়ে তার কোম্পানির উত্থানের চেষ্টা করে কিন্তু একটা সময় বিভিন্ন জটিলতা এবং প্রেমের জের ধরে তার নিজের জালে নিজেই পা দেয়। মুভিটির আইএমডিবি রেটিং ৮.৩। ১৯৬০ সালে মুক্তি পাওয়া ২ ঘন্টা ৫ মিনিটের এই সিনেমাটিও হতে পারে আপনার ঈদের সঙ্গী।

টরেন্ট লিঙ্কঃ https://yts.ag/movie/the-apartment-1960

ব্রেকফাস্ট এট টিফানিসঃ নিউইয়র্কের কেতাদুরস্ত অভিজাত একজন মহিলা (হলি) তার নতুন এপার্টমেন্ট বিল্ডিং এ নতুন আসা লোকটির (পল) প্রতি আকর্ষণ অনুভব করে। কিন্তু সামাজিক বিভিন্ন জটিলতার কারণে কাহিনীটি এক অন্যরকম মাত্রায় উপস্থাপিত হয়েছে এই মুভিটিতে। আইএমডিবি রেটিং ৭.৭। ১ ঘন্টা ৫৫ মিনিট এর এই মুভিটি মুক্তি পেয়েছে ১৯৬১। টরেন্ট লিঙ্কঃ https://yts.gs/movies/breakfast-at-tiffanys-1961

দ্য গ্র্যাজুয়েটঃ গান যদি কোন মুভির কাহিনীর সাথে পারফেক্টলি মিলাতে চান, তাহলে আপনার হাতে আছে ১৯৬৭ সালে মুক্তি পাওয়া ক্লাসিক ঘরনার মুভি ‘দ্য গ্র্যাজুয়েট’। সদ্য গ্র্যাজুয়েট হওয়া এক তরুন তার প্রাক্তন প্রেমিকা মিসেস রবিনসনের মেয়ে এলাইন রবিনসনের প্রেমে পড়ার পর ঘটতে থাকা বিভিন্ন জটিলতা।একে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই কমেডি জেনারের মুভিটির কাহিনী।মুভিতে আছে অ্যানি ব্যানক্রফট, বেন ব্র্যাডক এবং ক্যাথেরিন রসের চমৎকার অভিনয়। কেউ এই মুভিটি দেখলে তার ১ ঘন্টা ৪৬ মিনিট সময় বৃথা যাবেনা। আইএমডিবি রেটিং ৮.০। টরেন্ট লিঙ্কঃ https://yts.ag/movie/the-graduate-1967

ঢাকাটাইমস/২৬জুন/টিজেটি

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :