হাজি মকবুলকে নিয়ে সংবাদে কিছু তথ্যের জন্য দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০১৭, ১২:১০

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মকবুল হোসেনকে নিয়ে ঢাকাটাইমসকে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে কিছু বিভ্রান্তিকর তথ্য ছিল। এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। বি.স।

গত ৭ জুলাই 'স্বরূপে ফেরার আশায় হাজি মকবুল' শিরোনামে ওই সংবাদ প্রকাশ করা হয়। ধানমন্ডি-মোহাম্মদপুর নিয়ে গঠিত নির্বাচনী এলাকার (সাবেক ঢাকা-৯) সংসদ সদস্য হিসেবে তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

ওই সংবাদে হাজী মকবুল হোসেন মোহাম্মদপুরে মাদ্রাসার জায়গা দখল করেছেন বলে প্রচার ছিল মর্মে তথ্য উল্লেখ করা হয়েছিল। পাশাপাশি নবম জাতীয় সংসদ নির্বাচন ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মননোয়ন বঞ্চিত হয়েছেন উল্লেখ করা ছিল।

মকবুল সংসদ সদস্যের দায়িত্বে থাকাকালে তার বিরোধীরা তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিল। কিন্তু পরে তা সত্য প্রমাণ হয়নি।

অন্যদিকে ২০০৮ সালের ডিসেম্বর এবং ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে মকবুল আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাননি বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা।

হাজি মকবুল মোহাম্মদপুর এলাকায় একজন দানবীর হিসাবেই পরিচিত। তিনি এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা নির্মাণ করছেন।

ঢাকাটাইমস/১২জুলাই/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :