৫৭ ধারা সাংবাদিক উচ্ছেদের জন্য নয়: ইনু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৭, ১৬:৩৮

সাংবাদিক উচ্ছেদ নয়, রাষ্ট্র ও জনগণের সাইবার নিরাপত্তার জন্য তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা প্রণীত- এমন দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার সকালে সাভারের আশুলিয়ার বড় কাঠগড়া এলাকায় পিকার্ড কমিউনিটি স্কুল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকার, রাষ্ট্র বা এমপি-মন্ত্রীদের সমালোচনার জন্য কোনো সাংবাদিকের বিরুদ্ধে কখনো ৫৭ ধারা প্রয়োগ হয়নি। এই আইন রাষ্ট্র ও জনগণের সাইবার নিরাপত্তার জন্য, সাংবাদিকদের উচ্ছেদ করার জন্য নয়।

এ ছাড়া শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের জঙ্গিবাদের বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান জানান মন্ত্রী।

এ সময় মন্ত্রী চামড়াশিল্প শ্রমিকদের মাঝে বিনামূল্যের হেলথ কার্ড বিতরণ করেন। পিকার্ড কমিউনিটি স্কুলে চামড়াশিল্প শ্রমিকদের সন্তাদের বিনা মূল্যে পড়াশোনার সুযোগ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪০ জনের মতো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিকার্ড কমিউনিটি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :