দেড় কোটি ডলার আর্থিক সহায়তা দিচ্ছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৬ | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৬

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তা দেড় কোটি ডলার অর্থ সহায়তা দিচ্ছে সৌদি আরব। মঙ্গলবার দেশটির মন্ত্রিপরিষদ সভায় ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদল্লাহ আজিজ।

সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থা জানায়, বাদশা সালমান বিন আবদুল আজিজ ‘গণহত্যা ও নির্যাতনের কারণে’ মিয়ানমার থেকে পলায়নপর রোহিঙ্গা শরণার্থীদের জন্য দেড় কোটি মার্কিন ডলার বরাদ্দের আদেশ দিয়েছেন।

কিং সালমান সেন্টার পর রিলিফ আ্যান্ড হিউম্যানিটারয়িান ওয়ার্কের জেনারেল সুপারভাইজার ড. আব্দুল্লাহ আল-রাবিয়া এ ঘোষণা দেন।

তিনি বলেন, 'সালমান সেন্টারের একটি বিশেষ দল রোহিঙ্গাদের দুর্দশার চিত্র নির্ণয় করতে বাংলাদেশে যাবে। সেখানে তারা নির্ধারণ করবে শরণার্থীদের ত্রাণ, মানবিক সাহায্য ও আশ্রয়সহ কোন ধরনের জরুরি সহযোগিতা প্রয়োজন।'

তিনি আরো বলেন, ‘রোহিঙ্গাদের অবস্থা মূল্যায়নের জন্য সেন্টারের একটি বিশেষায়িত টিম কয়েক ঘণ্টার মধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হবে। ’

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলামান সহিংসতায় ৪ লাখ ১৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এবং বিভিন্ন শরণার্থী কাম্পে আশ্রয় নিয়েছে।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :