চতুর্থ ওয়ানডেতে হেরে হোয়াইটওয়াশের শঙ্কা শ্রীলঙ্কার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ০৯:২০ | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৭, ০৮:৪৯

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে হেরে গেছে শ্রীলঙ্কা। শুক্রবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে সাত উইকেটে হারে উপুল থারাঙ্গার দল। সিরিজে এটি তাদের চতুর্থ হার। সুতরাং, পঞ্চম ম্যাচে হারলেই হোয়াইটওয়াশ হবে শ্রীলঙ্কা। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ অক্টোবর।

গতকালের ম্যাচে প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে ৪৩.৪ ওভারে ১৭৩ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন লাহিরু থিরিমান্নে। পাকিস্তানের পক্ষে হাসান আলী ৩টি, শাদব খান ২টি, ইমাদ ওয়াসিম ২টি, উসমান খান ১টি ও জুনায়েদ খান ১টি করে উইকেট নেন।

এরপর পাকিস্তান ব্যাট করতে নেমে ৩৯ ওভারে তিন উইকেট হারিয়ে জয় পায়। দলের পক্ষে বাবর আজম ৬৯ ও শোয়েব মালিক ৬৯ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার পক্ষে লাহিরু গ্যামেজ ১টি, আকিলা ধনঞ্জয়া ১টি ও সেকুগে প্রসন্ন ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন বাবর আজম।

সংক্ষিপ্ত স্কোর

ফল: সাত উইকেটে জয়ী পাকিস্তান।

শ্রীলঙ্কা ইনিংস: ১৭৩ (৪৩.৪ ওভার)

(নিরোশান ডিকলেয়া ২২, উপুল থারাঙ্গা ০, দিনেশ চান্দিমাল ১৬, লাহিরু থিরিমান্নে ৬২, সাদিরা সামারাবিকরামা ০, মিলিন্দা সিরিবর্দনে ১৩, সেকুগে প্রসন্ন ৫, থিসারা পেরেরা ০, আকিলা ধনঞ্জয়া ১৮, সুরঙ্গা লাকমল ২৩*, লাহিরু গ্যামেজ ১; জুনায়েদ খান ১/২২, উসমান খান ১/৩৮, ইমাদ ওয়াসিম ২/১৩, মোহাম্মদ হাফিজ ০/২৯, হাসান আলী ৩/৩৭, শাদব খান ২/২৯)।

পাকিস্তান ইনিংস: ১৭৭/৩ (৩৯ ওভার)

ইমাম-উল-হক ২, ফখর জামান ১৭, বাবর আজম ৬৯*, মোহাম্মদ হাফিজ ৯, শোয়েব মালিক ৬৯*; সুরঙ্গা লাকমল ০/২৫, লাহিরু গ্যামেজ ১/২৭, আকিলা ধনঞ্জয়া ১/২৯, সেকুগে প্রসন্ন ১/৪৪, থিসারা পেরেরা ০/১৬, মিলিন্দা সিরিবর্দনে ০/৩৪)।

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

লিটন রান না পেলেও তার কঠোর পরিশ্রমকে গুরুত্বপূর্ণ বললেন ব্যাটিং কোচ

তামিম-হৃদয়ের ব্যাটিং নিয়ে যা বললেন বাংলাদেশের ব্যাটিং কোচ

চট্টগ্রামে বিশ্রামের দিনে ‘পঞ্চপাণ্ডবের’ ছবি পোস্ট করে স্মৃতিকাতর মাহমুদউল্লাহ

একজন টেনিস খেলোয়াড় তৈরি করব, যার জন্য দেশবাসী গর্ব করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান-ভারত ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ!

নিজেদের জয়ের সঙ্গে বার্সেলোনার পরাজয়ে আজই শিরোপা জিতবে রিয়াল

বিশ্বকাপজয়ী ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টায় মিয়ামি

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে জাকেরের গায়ে উঠল মেরুন জ্যাকেট

এবার বাজারে আসছে মেসির হাইড্রেশন পানীয়

বাংলাদেশের বিপক্ষে হারের কারণ হিসেবে যা বলছে জিম্বাবুয়ে

এই বিভাগের সব খবর

শিরোনাম :