ফরিদপুরে শান্তি ও মূল্যবোধ শিক্ষা বিষয়ে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি (এই সময়), ঢাকাটাইমস
| আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ২১:৩৭ | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০১৭, ২১:৩৬

শান্তি ও মূল্যবোধ শিক্ষায় বিদ্যালয় ভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠান সম্পর্কে ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকের সাথে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাসিন ও গণস্বাক্ষরতা অভিযান এর যৌথ আয়োজনে নিজস্ব কার্যালয়ে ইউরোপিও ইউনিয়নের সহযোগিতায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ গড়ার লক্ষে আলোচনা করা হয়।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন গণস্বাক্ষরতা অভিযানের ঢাকা রিসোর্স পার্সন মিজানুর রহমান আকন।

এ সময় রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, পরিচালক সিরাজী কবির খোকন, সাংবাদিক পান্না বালা, হাসান উজ্জামান, সাজ্জাদ বাবু, কামরুজ্জামান সোহেল, সুজাউজ্জামান জুয়েল, রেজাউল করিম, মাহাবুবুর রহমান পিয়াল, মঞ্জুয়ারা স্বপ্না,রাহাদুল রাজু, রাশেদুল হাসান কাজল প্রমুখ উপস্থিত ছিলেন। শনিবার সকালে শহরের কবী জসিম উদ্দীন হলে ফরিদপুরের শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাকের মাঝে নৈতিকতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এসবি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :