শেখ হাসিনার রাজত্বে আইন সবার জন্য সমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৬:১৯

শেখ হাসিনার রাজত্বে আইন সবার জন্য সমান বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, শেখ হাসিনার আমলে মন্ত্রী, এমপি, দলের লোক ও নিরাপত্তা বাহিনীর কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। কেউ আইনের শাসন থেকে বাদ পড়ে না।

শনিবার দুপুরে ভোলার লালমোহন থানার নতুন ভবন উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় আইনশৃঙ্খলা বাহিনী যেমন ঘুরে দাঁড়িয়েছিলো ঠিক এখন সন্ত্রাস-জঙ্গিবাদ দমনেও জীবনের মায়া ত্যাগ করে সফলতার সঙ্গে কাজ করছে তারা। এ জন্যই পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরে আসছে।’

আসাদুজ্জামান খাঁন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়েই হবে। কোন সরকার এলো গেলো তার বিবেচনা না করে নির্বাচন কমিশন তাদের নিজস্ব গতিতে নির্বাচন পরিচালনা করবে। এ ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী তাদেরকে সার্বিক সহযোগিতা করবে’।

মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত করা হবে। দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেবল শেখ হাসিনাই। তাই উন্নয়নের স্বার্থে সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান জানান তিনি।

লালমোহন উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। পরে মন্ত্রী তজুমদ্দিনে নতুন আরেকটি থানা ভবনের উদ্বোধন করেন।

ঢাকাটাইমস/৯ডিসেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :