সিআইডির ডিআইজির বাড়িতে ডাকাতি, ছোট ভাই আহত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৯:১২ | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৯:০৩

সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. শাহ আলমের কুমিল্লার দেবিদ্বারের জাফরগঞ্জের গ্রামের বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় তার ছোট ভাই জহিরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে পৌনে তিনটার দিকে ১০/১২ জনের ডাকাতদল বাড়ির গেইট টপকিয়ে আঙিনায়া ঢুকে। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডিআইজির ছোট ভাই জহিরুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। পরে বাসা থেকে স্বর্ণালংকারসহ কিছু মালামাল লুটে নেয় ডাকাত দল।

এদিকে আহত জহিরুল ইসলামকে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সকালে তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় তরুণ আওয়ামী লীগ নেতা গাজী জাহাঙ্গীর আলম জানান, জহিরুল ইসলাম পরোপকারী মানুষ। তাঁর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :