ঠাকুরগাঁওয়ে কৃষক হত্যায় একজনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০১৮, ১৫:২৩

জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হক নামে এক কৃষককে কুপিয়ে হত্যার দায়ে আব্দুল খালেক নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

রবিবার ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত দায়রা জজ মো. হায়দার আলী এ আদেশ দেন।

দণ্ডিত আসামি আব্দুল খালেক বালিয়াডাঙ্গী উপজেলার মেছনী গ্রামের রহিম উদ্দীনের ছেলে।তার উপস্থিতিতে মামলার রায় দেয়া হয়।

মামলার অভিযোগে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার মেছনী গ্রামের আব্দুল হকের সঙ্গে প্রতিবেশী আব্দুল খালেকের পারিবারিক ও জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে ২০১২ সালের ৯ আগস্ট সকালে আসামি আব্দুল খালেক ধারালো ছোড়া নিয়ে ঘরে ঢুকে আব্দুল হককে এলোপাথারি কুপিয়ে জখম করে। তার চিৎকারে লোকজন ছুটে এসে জখমি আব্দুল হককে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় ওইদিন দুপুর ১টায় মারা যায় আব্দুল হক।

এ ঘটনায় নিহতের ছেলে শাহ আলম বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি হত্যা মামলা করেন। স্থানীয় লোকজন আসামি আব্দুল খালেককে আটক করে পুলিশে সোপর্দ করে।

বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক আনোয়ারুল করিম আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়।

মামলার এজাহার, পুলিশের চার্জশিট, সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি আব্দুল খালেকের বিরুদ্ধে এ রায় দেয়া হয়।

মামলাটির রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাড. আব্দুল হাসিদ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাড.জাকির হোসেন।

(ঢাকাটাইমস/১১মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :