বেনাপোলে ৫৮১ ভারতীয় শাড়ি জব্দ

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৮, ২০:২৬

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৩০ লাখ টাকা মূল্যের ৫৮১টি উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার বিকালে পুটখালি সীমান্তের অভয়বাশ হাওড় পাড় থেকে শাড়ির চালানটি জব্দ করা হয়।

ঈদকে সামনে রেখে শাড়ির চালানটি ভারত থেকে চোরাই পথে আনা হচ্ছিল। এ সময় কোনো চোরাচালানিকে আটক করতে পারেনি বিজিবি।

২১-বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহম্মেদ বলেন, গোপন সংবাদে জানতে পারি একদল চোরাকারবারি ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এনে দেশে পাচার করবে।

এমন খবরে বিজিবি ক্যাম্পের টহলদল অভিযান চালালে চোরাকারবারিরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৫৮১টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দ শাড়িগুলো বেনাপোল কাস্টমস গুদামে জমা দেয়া হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/৮আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :