‘বিএনপি নির্বাচনে না এলে আবারো ট্রেন মিস করবে’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩০

‘বিএনপির নিজের কারণেই তাদের এই দুরাবস্থা, শুধু আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে লাভ নেই। গত জাতীয় নির্বাচনে তারা অংশ না নিয়ে দেশের যানবাহনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, স্কুল কলেজ ভাঙচুর করেছে। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু প্রমাণিত হয়েছে এ দেশের ক্ষমতায় আসার একমাত্র পথ নির্বাচন।’

শনিবার দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলা মহিলা কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা চাই আগামী জাতীয় নির্বাচন সকল দলের অংশগ্রহণে হোক।

তিনি বলেন, এবারও যদি বিএনপি নির্বাচনে না আসে- তাহলে তারা আবারো ট্রেন মিস করবে।

কলেজ পরিচালনা পরিষদের সভাপতি কেন্দ্রীয় যুবলীগ নেতা শায়েদিত গামাল লিপুর সভাপতিত্বে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ আরো বলেন, জাতীয় নির্বাচন আর মাত্র কয়েক মাস রয়েছে, এখন থেকে সরকারের উন্নয়নে বার্তা নিয়ে মানুষের ঘরে ঘরে যেতে হবে, আর দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থেকে এক যোগে নৌকা প্রতীকের জন্য কাজ করলে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে।

তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মিলেমিশে কাজ করার আহবান জানান।

সভায় উপস্থিত সকলের অনুরোধে সদরপুর মহিলা কলেজকে জাতীয়করণ করা হবে বলে প্রধান অতিথি আশ্বাস দেন।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য দেন- ফরিদপুর সংরক্ষিত নারী সংসদ সদস্য কাজী নিলুফার জাফরউল্লাহ, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর ইসলাম, কলেজ অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সিদ্দিকী, কলেজ প্রতিষ্ঠাতা এএইচ এম ইছাম মিয়া, কাজী খলিলুর রহমান প্রমূখ।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :