মাশরাফি ভাইদের জন্য নারীদলের ‍‘শুভকামনা’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৭

এশীয় সেরা হওয়ার স্বপ্ন পূরণের জন্য আর কিছু সময় পরেই মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ। একই প্রতিপক্ষ ভারতকে হারিয়ে কিছুদিন আগে মালয়েশিয়ার মাটিতে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছেন বাংলাদেশের মেয়েরা।

সময় পেরিয়ে আরো একটি ফাইনাল। একই প্রতিপক্ষ, একই মঞ্চ। শুধু মেয়েদের জায়গায় লড়বে ছেলেরা। আর মেয়েদের মত ছেলেরাও সফল হবে বলে আশা করেন বাংলাদেশের মেয়েরা। ফাইনাল মঞ্চে মাঠে নামার আগে মাশরাফি ভাইদের জন্য শুভকামনা জানিয়েছেন নারী দল।

ফাইনাল ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুন বলেন,‘মেয়েদের এশিয়া কাপে আমরা প্রথমবারের মতো ফাইনালে উঠেছিলাম। সেটি জিততেও পেরেছি। ভাইয়েরা এমন অনেক ম্যাচ শেষ দিকে গিয়ে সামান্য ব্যবধানে হেরে গেছেন। ফাইনালে একটু তো চাপ থাকেই। মাশরাফি-মুশফিক-মাহমুদউল্লাহ ভাই আছেন, তারা নিশ্চয়ই ট্রফি জেতার সর্বোচ্চ চেষ্টা করবেন। মেয়েদের এশিয়া কাপ জেতার পর আমাদের প্রতিক্রিয়া একরকম ছিল। জিততে পারলে তাঁদের প্রতিক্রিয়া হয়তো আরেকরকম হবে। চ্যাম্পিয়ন হতে পারলে মুহূর্তটা শুধু দেখবেন। আশা করব, দুঃখের নয় আমাদের আনন্দের মুহূর্ত উপহার দেবে ভাইয়েরা।’

তিনি আরো বলেন,‘আমাদের টপঅর্ডারকে দায়িত্ব নিতে হবে। আমাদের ওপেনিংটা যদি ভালো হয়, বিশেষ করে যারা তরুণ আছে তাদের সিনিয়রদের সঙ্গে অবদান রাখতে হবে। তারা নিজেদের কাজটি করতে পারলে আমি বলব এশিয়া কাপ আমরা জিতবোই। আমাদের নারী দলের পক্ষ থেকে মাশরাফি ভাইদের জন্য শুভকামনা।’

(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :