ভোলায় তিন নারীকে সম্মাননা

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ২১:২৭ | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৮, ২০:৩৬

ভোলায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে নারী উন্নয়নের অগ্রযাত্রায় অবদান রাখার জন্য তিনজন নারীকে সম্মাননা দেয়া হয়েছে।

সোমবার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে বেসরকারি সংগঠন কোস্ট ট্রাস্ট এই সম্মাননা দেয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- নারী শিক্ষার ক্ষেত্রে অবদান রাখায় জন্য মনেজা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহানুর বেগম, নারী উদ্যোগতা জোসনা বেগম, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখায় লিটু রানী।

অনুষ্ঠানে ছিলেন- জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. ইকবাল হোসেন, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সভাপতি মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী, বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ এর সভাপতি এ্যাডভোকেট শাহাদাত সাহিন, কোষ্ট ট্রাস্টের ইকোফিস-এর প্রকল্প সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম, আইইসিএম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মিজানুর রহমান, মনিটরিং অফিসার খোকন চন্দ্রশীল, সহকারী প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ মজুমদার, নারী নেত্রী বিলকিছ জাহান মুনমুন, ট্যাকনিক্যাল অফিসার সোহেল মাহামুদ, কিশোরী ক্লাব এর লিডার সীমা অক্তার প্রমুখ।

এর আগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে প্রেসক্লাব চত্বরে “পারিবারিক আয়ে নারীর অধিকারভিত্তিক ন্যায্যতা নিশ্চিত কর” এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :