ঠাকুরগাঁওয়ে ফখরুলের মনোনয়ন বৈধ

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৭

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। জেলার তিনটি আসনের মধ্যে প্রথমে দুটিতে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এর মধ্যে একটিতে একজনের প্রার্থিতা কেবল বাতিল হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বরের ভোটে দাঁড়াতে মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থিদের মনোনয়নপত্র যাচাই বাছাই হচ্ছে রবিবার সকাল থেকে।

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান সেলিম যাচাই বাছাই করে সিদ্ধান্ত জানান।

ঠাকুরগাঁও-১ আসনে বৈধ প্রার্থীদের মধ্যে মির্জা ফখরুল ছাড়াও আছেন আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেন, ওয়ার্কার্স পার্টির ইমরান হোসেন চৌধুরী, ইসলামী আন্দোলনের আব্দুল জব্বার, ইসলামী ঐক্যজোটের রফিকুল ইসলাম এবং ন্যাপের বলরাম গুহ ঠাকুরতা।

এই আসনে জাকের পার্টির আল মামুনের প্রার্থিতা বাতিল হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়।

ঠাকুরগাঁও-২ আসনে সব কয়টি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। এরা হলেন আওয়ামী লীহের দবিরুল ইসলাম, ধানের শীষ প্রতীকে জামায়াতের আব্দুল হাকিম এবং বিএনপি নেতা টি এম মাহবুবুর রহমান, জেড মর্তুজা চৌধুরী তুলা এবং আব্দুস সালাম, ইসলামী আন্দোলনের রেজাউল করিম এবং জাকের পার্টির শামসুজ্জোহা।

ঠাকুরগাঁও-৩ আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই বিকালে করার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

ঢাকাটাইমস/০২ডিসেম্বর/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :