সর্দি-জ্বর লেগেই আছে?

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৮, ১০:১৬

ঋতু বদলাচ্ছে। আসছে শীত। শীতের শুরুর এই সময়ে কখনও শিরশিরে ঠাণ্ডা বাতাস বইছে। আবার কখনও বা গুমোট গরম। এমন আবহাওয়া পরিবর্তনের সময় গরম জামা-কাপড় পরলে গরম লাগে, আবার তা খুলে ফেললেও হালকা শীত ভাব অনুভূত হয়। এমন সময়ে অনেকে ঠাণ্ডজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে সর্দি-জ্বরে কেউ কেউ কাবু হচ্ছেন।

অসুখ করলে তো চিকিৎসা করাতেই হবে, কিন্তু অসুখ হওয়ার আগে তা রুখে দেওয়ার ব্যবস্থা নিতে পারলে সবচেয়ে ভালো। চিকিৎসকদের মতে, কিছু মূল বিষয় মাথায় রাখলে এই সময় অসুখ থেকে দূরে থাকবেন। বিশেষ করে বাড়িতে খুদে সদস্য বা বয়স্করা থাকলে সাবধান হতে হবে আরও বেশি।

এখনকার আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে চলার সময় কী কী নিয়ম মেনে চললে সহজে অসুখ আক্রমণ করতে পারবে না, জানেন?

ঠান্ডা খুব একটা লাগছে না বলে আমরা অনেকেই গরম পোশাক সঙ্গে নেই না। এই সময় সন্ধ্যা থেকে হিম পড়তে শুরু করে। তাই গরম পোশাক সঙ্গে রাখা উচিত।

তবে খুব মোটা পোশাকে গা ঢেকে রাখবেন না। বিশেষ করে শিশু অসুস্থ না থাকলে এখনই খুব মোটা গরম জামা-কাপড় পরিয়ে বাইরে বের করবেন না। বরং হালকা কোনও চাদর বা সোয়েটার গায়ে রাখলে হবে। ঘাম বসে ঠাণ্ডা লাগার সম্ভাবনা আরও বেড়ে যায়। তাই লক্ষ্য রাখুন যেন ঘাম না হয়।

সন্ধ্যার পর ঘর থেকে বের হলে কান ঢাকুন। হিমেল হাওয়ার অনেকটাই কান দিয়ে শরীরে প্রবেশ করে। তাই গায়ে হালকা চাদরের সঙ্গে কানেও জড়ান হালকা কাপড়। এই সময় চেষ্টা করুন এসি এড়িয়ে চলতে। তবু যদি অফিসে এসিতে বসতে হয়, বা এসি গাড়িতে চড়তে হয়, তা হলে অবশ্যই কান-মাথা ঢেকে ও চাদর গায়ে বসুন।

ঠাণ্ড পানীয় এড়িয়ে চলুন। আইসক্রিমও বন্ধ রাখুন এই সময়। তবে বিয়েবাড়ির মৌসুমে আইসক্রিম দুই একটা খেয়ে ফেললেও সঙ্গে সঙ্গে পানি পান করুন। এতে ঠা-া লাগার সম্ভাবনা কমে। তবে ঠাণ্ডা পানীয় একেবারেই নয়।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

বিএমডিসি ছাড়া ‘ভুল চিকিৎসা’ বলার অধিকার কারো নেই: স্বাস্থ্যমন্ত্রী 

নারী মাদকসেবীদের চিকিৎসায় দশ বছরে আহ্ছানিয়া মিশন

সুস্থ আছেন জোড়া মাথা আলাদা করা দুই শিশু: স্বাস্থ্যমন্ত্রী

রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করব না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, ঢাকা কতটা ঝুঁকিতে?

বিশ্ব ম্যালেরিয়া দিবস: জানুন মশাবাহিত এ রোগ প্রতিরোধের উপায়

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এই বিভাগের সব খবর

শিরোনাম :