ডাকসু নির্বাচন

কোটা আ‌ন্দোলনকারী‌দের প্যা‌নেল‌ ঘোষণা

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৯ | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছে ‌সরকারি চাকরিতে কোটা সংস্কার আ‌ন্দোলনকারী‌দের প্লাটফর্ম বাংলা‌দেশ সাধারণ ছাত্র অ‌ধিকার সংরক্ষণ প‌রিষদ।

সোমবার সকাল পৌ‌নে ১১টার দিকে ডাকসু ভব‌নের সাম‌নে সংগঠ‌নের আহ্বায়ক হাসান আল মামুন এই প্যা‌নেল ঘোষণা ক‌রেন।

এই প্যানেলে সহসভাপ‌তি (ভিপি) প‌দে লড়‌বেন নুরুল হক নুর, সাধারণ সম্পাদক (জিএস) প‌দে মোহাম্মদ রা‌শেদ খা‌ন, সহসাধারণ সম্পাদক (এজিএস) প‌দে ফারুক হো‌সেন। এই তিনজনই কোটা সংস্কার আ‌ন্দোল‌নের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পূর্ণাঙ্গ প্যানেলে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নাজমুল হুদা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সোহরাব হোসেন, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক শেখ জামাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ বেলালী, সাহিত্য সম্পাদক আকরাম হোসেন, সংস্কৃতি সম্পাদক নাহিদ ইসলাম, ক্রীড়া সম্পাদক মামুনুর রশীদ, ছাত্র পরিবহন সম্পাদক রাজিবুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, সদস্য পদে উম্মে কুলসুম বন্যা, রাইয়ান আবদুল্লাহ, সাবআল মাসানী, ইমরান হোসেন, শাহরিয়ার আলম সৌম্য লড়বেন।

এর আগে গতকাল ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রলীগের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়া হল সংসদ নির্বাচনের প্রার্থীদের নামও ঘোষণা করেছে সংগঠনটি। বাংলাদেশ ছাত্রমৈত্রীও আলাদা প্যানেল ঘোষণা করেছে।

দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এখনো প্যানেল ঘোষণা করেনি। সংগঠনটি মনোনয়ন ফরম বিতরণ করলেও ডাকসু নির্বাচনে নিজেদের কিছু দাবি নিয়ে আন্দোলন করছে।

দীর্ঘ ২৮ বছর পর ১১ মার্চ ডাকসুর পাশাপাশি হল ছাত্র সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। প্রার্থী হওয়ার শেষ সময় ২ মার্চের পরদিন বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত হলগুলোতে স্থাপিত ভোটকেন্দ্রে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে ভোট দেবেন।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এনএসএইচ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

বেরোবিতে উৎসবমুখর পরিবেশে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮৭ শতাংশ

এসএসসি ও সমমানের ফলাফল মে’র দ্বিতীয় সপ্তাহে

ভর্তি পরীক্ষার্থীদের মাঝে হাবিপ্রবি সমকাল সুহৃদের শরবত বিতরণ

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে ক্লাস শুরু রবিবার

কুবিতে ১৪৪ ধারা জারি

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ভর্তি ফিতে শতভাগ ছাড়

দুপুরে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, সকাল থেকেই কেন্দ্রে ভিড় পরীক্ষার্থীদের

‘গবেষণায় ভালো করলে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে’

এই বিভাগের সব খবর

শিরোনাম :