বিশ্বকাপ ফাইনাল নিয়ে আলোচনা থামেনি কিউইদের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৪
অ- অ+

লর্ডসের রুদ্ধশ্বাস বিশ্বকাপ ফাইনাল শেষ হলেও নিউজিল্যান্ড ক্রিকেটাররা তার ঘোর থেকে এখনও বেরোতে পারেননি। ফাইনালে হারের ময়নাতদন্ত এখনও চলছে। আইসিসির ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, ‘এটা এমন একটা ঘটনা, যা নিয়ে প্রতিদিনই আমাদের মধ্যে আলোচনা হয়। সেদিনের ফাইনাল নিয়ে অন্যরাও নিশ্চয়ই এখনও আলোচনা করছেন। এর জন্য ম্যাচটাকে কৃতিত্ব দেওয়া উচিত। ওরকম একটা ম্যাচের সঙ্গে আমাদের নাম জড়িয়ে পড়েছিল। আমার মনে হয়, সতীর্থরা ফাইনাল ম্যাচটা নিয়ে বহুদিন আলোচনা করবে।’

লর্ডসের ফাইনাল সবদিক থেকেই রুদ্ধশ্বাস হয়েছিল। ১০০ ওভারের শেষে ম্যাচ টাই থাকে। সুপার ওভারে গড়ায় ম্যাচ। সুপার ওভারেও খেলার নিষ্পত্তি হয়নি। এ রকম পরিস্থিতিতে নিয়ম অনুযায়ী যে দল বেশি বাউন্ডারি মারে, সেই দলকেই বিজয়ী হিসেবে ধরে নেওয়া হয়।

ইংল্যান্ড বেশি বাউন্ডারি মারায় বিশ্বচ্যাম্পিয়ন হন বেন স্টোকসরাই। ফাইনালে আম্পায়ারিং নিয়েও বিতর্ক হয়। মার্টিন গাপ্তিলের ছোড়া বল স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারির সীমানা অতিক্রম করে।

নিয়ম অনুযায়ী, পাঁচ রান পাওয়ার কথা ইংল্যান্ডের। আম্পায়ারদের জন্য ছ’ রান পান স্টোকসরা। উইলিয়ামসন অবশ্য এখনও আম্পায়ারকে কাঠগড়ায় দাঁড় করাতে চান না। তিনি বলেছেন, ‘ফাইনাল ম্যাচটা মানুষ দারুণ উপভোগ করেছে। এটাই সব চেয়ে বড় ব্যাপার।’

(ঢাকাটাইমস/১১ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা