দীপিকার রিপোর্ট কার্ড ভাইরাল

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০১৯, ০৯:০২
অ- অ+
ছবির ইনসেটে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের স্কুলের রিপোর্ট কার্ড

বহুদিন আগে স্কুলে পড়েছেন বলিউডের এই সময়ের সবচেয়ে দামি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এত বছর পর সেই স্কুল জীবনের একটি রিপোর্ট কার্ডের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে নস্ট্যালজিয়ায় ভাসলেন অভিনেতা রণবীর সিংয়ের স্ত্রী দীপিকা।

নিজের ইনস্টাগ্রামে স্কুলের রিপোর্ট কার্ডের তিনটি স্ক্রিনশট শেয়ার করেছেন নায়িকা। একটিতে লেখা ‘দীপিকা ক্লাসে খুব কথা বলে’, আর একটিতে ‘দীপিকা দিবাস্বপ্ন দেখতে ভালোবাসে’ এবং তৃতীয়টিতে লেখা রয়েছে ‘দীপিকার নির্দেশ পালন করতে শেখা উচিত’।

স্ত্রীর পোস্টগুলোয় যথারীতি কমেন্ট করতে ছাড়েননি সুপারস্টার স্বামী রণবীর সিং। শিক্ষকের সঙ্গে সহমত পোষণ করেছেন তিনি। ছবিগুলোর নীচে কমেন্ট বক্সে দীপিকার ব্যাপারে ‘হেড ইন দ্য ক্লাউডস’, ‘ট্রাবল মেকার’ ইত্যাদি লিখেছেন রণবীর!

দীপিকার পোস্টে কমেন্ট করেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানাসহ বলিউডের অনেক তারকাই। নেটিজেনরা অবশ্য দারুণ উপভোগ করেছেন দীপিকার রিপোর্ট কার্ড। পাশাপাশি কিছু ভক্ত দাবি করেছেন, রণবীর সিংও তার স্কুলের রিপোর্ট কার্ডের ছবি শেয়ার করুক।

কাজের ক্ষেত্রে বর্তমানে দীপিকা ব্যস্ত আছেন কবির খান পরিচালিত ‘৮৩’ ছবির শুটিং নিয়ে। এটি নির্মিত হচ্ছে ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপ ক্রিকেট জয়ী দলের অধিনায়ক কপিল দেবের জীবনীর ওপর। কপিলের চরিত্রে অভিনয় করছেন দীপিকার স্বামী রণবীর সিং। এখানেও তারা স্বামী-স্ত্রীর চরিত্রে।

এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে দীপিকা অভিনীত ‘ছপাক’। মেঘনা গুলজার পরিচালিত এই ছবিতে তাকে দেখা যাবে ভারতের এসিড আক্রান্ত নারী লক্ষ্মী আগারওয়ালের ভূমিকায়। রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পর এটি দীপিকার প্রথম ছবি। ‘ছপাক’ মুক্তি পাওয়ার কথা ২০২০ সালের ১০ জানুয়ারি।

ঢাকাটাইমস/০২ অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
সরকারবিরোধী মিছিলের চেষ্টা: শ্যামপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার
রুপগঞ্জে সমকামী সম্পর্কের জটিলতায় রুমমেটকে খুন, অতঃপর গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা