মাঠে সতীর্থকে পিটিয়ে নিষেধাজ্ঞার মুখে শাহাদাৎ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৯, ২১:২৭
অ- অ+

২০১৫ সালে গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের ঘটনায় আলোচনায় এসেছিলেন একসময় বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিয়মিত খেলা পেসার শাহাদাৎ হোসেন। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং প্রায় দুই মাস জেলও খেটেছিলেন তিনি।

এবার ক্রিকেট মাঠে সতীর্থকে পিটিয়ে আলোচনায় এসেছেন এই পেসার। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে গতকাল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে পিটিয়েছেন তিনি। এনসিলে শাহাদাৎ হোসেন খেলছেন ঢাকা বিভাগের হয়ে।

গত ১৬ নভেম্বর খুলনায় শুরু হয়েছে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের মধ্যকার ম্যাচ। গতকাল (রবিবার) ঢাকা বিভাগ তখন ফিল্ডিং করছিল। আরাফাত সানি জুনিয়রকে শাহাদাৎ হোসেন বল শাইন করে দিতে বলেছিলেন। কিন্তু তাতে অনীহা প্রকাশ করেন সানি। এরপরই সানিকে চড়-থাপ্পড় মারতে থাকেন শাহাদাৎ। আম্পায়ার এবং মাঠে থাকা অন্য খেলোয়াড়রা সানিকে রক্ষা করেন।

এই ঘটনায় সাথে সাথেই শাহাদাৎ হোসেনকে মাঠ থেকে বের করে দেন আম্পায়াররা। তাকে এই ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে। ফলে ১০ জন নিয়ে খেলছে ঢাকা বিভাগ। তবে, এখানেই শেষ নয়। শাহাদাৎ হোসেনের জন্য বড় ধরনের শাস্তি অপেক্ষা করছে।

এই বিষয়ে ম্যাচ রেফারি আখতার আহমেদ প্রতিবেদন জমা দিয়েছেন। প্রতিবেদনে তিনি ঘটনাটিতে ‘লেভেল-৪’ হিসেবে উল্লেখ করেছেন। এই অপরাধের শাস্তি কমপক্ষে এক বছর ও সর্বোচ্চ পাঁচ বছরের নিষেধাজ্ঞা। সেই সঙ্গে ম্যাচ ফি’র পুরো অংশও জরিমানা করা হয়।

প্রতিবেদনটি এখন টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নুর হাতে আছে। এই কমিটিই এই বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা