ফরিদপুরে মাসব্যাপী শুরু হচ্ছে ব্র্যান্ডিং মেলা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৯, ১৭:৪৯
অ- অ+

ফরিদপুরে শনিবার থেকে শুরু হচ্ছে ‘জেলা ব্র্যান্ডিং মেলা-২০১৯’। মাসব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে। এ মেলার উদ্বোধন করবেন স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মেলার প্রস্তুতি বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মনিরুজ্জামান, ব্র্যান্ডিং মেলার সমন্বয়কারী ও অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম মোল্লা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, সাধারণ সম্পাদক হাসানউজ্জামান প্রমুখ।

এই সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক অতুল সরকার জানান, এবারের মেলায় মোট ১২০টি স্টলে দর্শকদের জন্য বিভিন্ন পণ্য উপস্থাপন করা হবে। বিশেষ করে জেলা ব্র্যান্ডিং পণ্য পাটের তৈরি দৃষ্টিনন্দন সামগ্রী দর্শকদের সামনে হাজির করা হবে।

তিনি জানান, মেলায় মুক্তিযোদ্ধাদের বিশেষ কর্নার ছাড়াও কির্ডস কর্নার, ব্রেস্ট ফিডিংকর্নারের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও মেলায় প্রতিদিন জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যবস্থাপায় সন্ধ্যায় নানা অনুষ্ঠানে হবে।

জেলা ব্র্যান্ডিং মেলা সম্পর্কে মেলার সমন্বয়কারী ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসলাম মোল্লা জানান, মেলার প্রবেশ মূল্য দর্শনার্থীদের জন্য ১০ টাকা ধার্য করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইইউবিএটিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
হত্যা মামলায় সাতক্ষীরার দৈনিক সাতনদীর সম্পাদক কারাগারে
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ: স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে সারাদেশে আন্দোলন: রাশেদ খাঁন 
ববি উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের সংহতি ও বিক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা