বিএনপি-জামায়াত নির্মূল চান ইনু

নিজস্ব প্রতিবেদক, সাভার
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৮:১২

বিএনপি ও জামায়াতকে নির্মূল করতে পারলে দেশে আর রাজাকার সমর্থিত সরকার আসতে পারবে না বলে মন্তব্য করছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

আজ সোমবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জোট শরিক নেতা।

হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সর্ম্পূণভাবে বিতাড়িত করতে হবে। রাজনৈতিক অঙ্গনে শান্তি রক্ষায় সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী, জামাতের দোসর বিএনপিকে নির্মূল করতে হবে।’

আওয়ামী লীগের গত সরকারের মন্ত্রী ইনু দেশে অর্থিৈনতক বৈষম্যের কথাও বলেন। তিনি বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রেখে এর সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বৈষম্য কমাতে হবে।’

২০২১ সালে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে। সে কথা উল্লেখ করে ইনু বলেন, ‘পঁচাত্তরে একটা রাজনৈতিক বিপর্যয় ঘটেছিল। সামরিক শাসক, সাম্প্রদায়কি শক্তি, রাজাকার ও যুদ্ধাপরাধীরা দেশ দখল করে নিয়েছিল। এখন শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়িয়েছি। বাংলাদেশের আবার নিজের পথে হাঁটছে।’

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :