আলফাডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস-চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা তথ্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত প্রমুখ।
(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এলএ)

মন্তব্য করুন