ইবিতে শিক্ষক লাঞ্ছিত

বহিরাগতের হাতে লাঞ্ছিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। সোমবার বেলা ১২টার দিকে ক্যাম্পাসের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে আলমগীর নামে এক বহিরাগতের হাতে লাঞ্ছিত হন তিনি। পরে অভিযুক্ত আলমগীরকে ইবি থানায় সোর্পদ করেছে কর্তৃপক্ষ।
ড. জাহাঙ্গীরের ভাষ্য ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে মীর মশাররফ হোসেন ভবনের নিজ কক্ষ থেকে বের হন ড. জাহাঙ্গীর হোসেন। পরে আচমকা আলমগীর নামে এক বহিরাগত তাকে আঘাত করে। ঘটনার পর শিক্ষার্থীরা আলমগীরকে আটক করে মারধর করে প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণের কাছে হস্তান্তর করে। আলমগীর নিজেকে ব্যাংক কর্মকর্তা, পুলিশের এসআইসহ বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিতে থাকে। পরে প্রক্টর তাকে ইবি থানায় সোপর্দ করলে আলমগীর নিজেকে মানসিকভাবে অসুস্থ দাবি করে। অভিযুক্ত আলমগীর হোসেন নিজেকে লোক-প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী বলে দাবি করলেও এই তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও ক্যাম্পাসকে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বহিরাগতমুক্ত করারও দাবি উঠেছে।
প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। অভিযুক্তকে আটকের পর ইবি থানায় সোপর্দ করা হয়েছে।’
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ বলেন, ‘অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে প্রক্টর অফিস থেকে এখনও সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেয়া হয়নি। প্রক্টর অফিস যে অভিযোগ দেবে ওই ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
(ঢাকাটাইমস/৬জানুয়ারি/কেএম/এলএ)

মন্তব্য করুন