দর্শক বাড়াতে টিকিটের দাম কমিয়ে দিল পিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২০, ১২:১৮
অ- অ+

অনেক দরকষাকষির পর অবশেষে স্থির হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। ২৪ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বহুল আলোচিত বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। এই সিরিজে স্টেডিয়ামে দর্শকের সমাগম ঘটাতে অনেক কিছুই করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দর্শকের ভীড় লাগাতে ম্যাচ টিকিটের দাম কমিয়ে দিল পিসিবি।

পিসিবি জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ম্যাচ চলাকালীন টিকিটের যে মূল্য ছিল, বাংলাদেশের বিপক্ষে তা কমিয়ে আনা হচ্ছে। মাঠভর্তি দর্শক পেতেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তান বোর্ড।

টিকিটের নতুন মূল্য নিয়ে পিসিবির একজন মুখপাত্র বলেন, ‘জাভেদ মিঁয়াদাদ এবং সাঈদ আনোয়ার স্ট্যান্ডের টিকিটের মূল্য দেড় হাজার পাকিস্তানি রুপি থেকে ১ হাজার, ইমরান খান এবং ফজল মাহমুদ স্ট্যান্ডের টিকিট ৩ হাজার থেকে ২ হাজার, ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুস স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫ হাজার থেকে ৪ হাজার পাকিস্তানি রুপিতে নামিয়ে আনা হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘তবে ইনজামাম উল হক, নাজার, কোয়াইদ, ইমতিয়াজ আহমেদ, জহির আব্বাস, হানিফ মোহাম্মদ, মাজিদ খান, আবদুল কাদির, সাইদ আহমেদ এবং সরফরাজ নওয়াজ স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ রুপি অপরিবর্তিত রয়েছে।’

(ঢাকাটাইমস/১৮ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা