ইডেন পার্কের ‘সবুজ চেয়ার’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২০, ১৩:৫৯

নিউজিল্যান্ডের অকল্যান্ডে ইডেন পার্ক ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত। ইডেন পার্কের গ্যালারিতে সব দর্শকাসনের রং ধূসর৷ তবে একটি মাত্র চেয়ারের রং সবুজ৷ ব্যবস্থাপণায় ত্রুটি নয়, বরং সচেতন সংশ্লিষ্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন চেয়ারটিকে আলাদা করে চিহ্নিত করেছে৷ বরং বলা ভালো বিশেষ একটি ঘটনার স্মারক হিসেবে ধূসরের মাঝে এই সবুজ চেয়ারটিকে বিশেষ এক ক্রিকেটারের নামে সংরক্ষিত করা হয়েছে৷

আসল কারণটা জেনে নেওয়া যাক৷ আসলে গ্র্যান্ট এলিয়টের একটি মূল্যবান ছক্কার জন্যই এই চেয়ারটিকে সবুজ রংয়ের করা হয়েছে৷ ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে যে ছক্কায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিউয়িদের জয় এনে দিয়েছিলেন এলিয়ট, সেটি গ্যালারির ঠিক এই চেয়ারটিতে এসে পড়েছিল৷ এই ছক্কার সৌজন্যেই নিউজিল্যান্ড ৪০ বছরে ১১ বারের প্রচেষ্টায় প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠে৷

জয়ের জন্য শেষ ২ বলে ৫ রান প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের৷ সেই অবস্থায় প্রোটিয়া স্পিড স্টার ডেল স্টেইনকে ছক্কা মেরে ম্যাচ জেতান এলিয়ট৷ তার পর থেকেই এই চেয়ারটি গ্র্যান্ট এলিয়ট সিট নামে সংরক্ষিত৷ চেয়ারটির ঠিক পিছনে একটি পোস্টারে বিষয়টির স্পষ্ট উল্লেখ রয়েছে৷

(ঢাকাটাইমস/২৭ জানুয়ারি/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :