ভুঁড়ি প্রদর্শনে বিপাকে আকমল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৩| আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩২
অ- অ+

ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়ে বিদেশি ট্রেনারের উপর ক্ষেপে নিজের ভুঁড়ি প্রদর্শন করে আলোচনায় আসলেন পাকিস্তানি ক্রিকেটার উমর আকমল। লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে পারেননি আকমল। প্রত্যাশিত নম্বর না পাওয়ায় ট্রেনারের উপর ক্ষেপে যান। বিদেশি ফিটনেস ট্রেনারের সঙ্গে বাজে আচরণ করায় পাক ব্যাটসম্যান উমর আকমলের জন্য অপেক্ষা করছে পিসিবির বড় কোনো শাস্তি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আকমলকে বড় শাস্তির মুখেই পড়তে হবে। তবে আকমলের ক্যারিয়ারে শৃঙ্খলাভঙ্গের জন্য জরিমানা গোনা কিংবা শাস্তি নতুন কিছু নয়।

ক্রিকেট পাকিস্তান ডটকম সূত্রে জানা যায়, উমর আকমল ফিটনেস টেস্টে প্রত্যাশিত নম্বর না পাওয়ায় ফিটনেস ট্রেনারের ওপর ক্ষেপে গিয়ে নিজের গায়ের কাপড় খুলে বলেন, ‘আপনি আমার শরীরের কোথায় চর্বি দেখছেন?’

পাকিস্তানের জিও নিউজের ক্রিকেট বিষয়ক রিপোর্টার আরফা ফিরোজ জাকি টুইট করেছেন, উমর ফিটনেস পরীক্ষায় প্রয়োজনীয় নম্বর না পাওয়ায় ফিটনেস ট্রেনারের ওপর খেপে যান। জার্সি খুলে তাঁকে বলেন, ‘আমার শরীরে চর্বি কোথায়?’

বিদেশি ট্রেনার উমর আকমলের বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে রিপোর্ট করেছেন। যে কারণে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন এই ব্যাটসম্যান।

২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই ফিটনেস একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের জন্য। মেদবহুল শরীরের জন্য তো সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের ক্যারিয়ারই হুমকির মুখে পড়েছে। বাকিদের অবস্থাও সুবিধার নয়।

গত ২৮ জানুয়ারির এই ফিটনেস টেস্টে উমর আকমল ছাড়াও পাস করতে পারেননি কামরান আকমল, সালমান বাট। পিসিবি তাদের জরিমানা করার বিষয়ে বিবেচনা করছে এবং টেস্ট পাস না করায় জাতীয় ওয়ানডে টুর্নামেন্ট থেকেও বাদ পড়বে। এই ফিটনেস টেস্টে পাকিস্তান জাতীয় দলের কন্ডিশনিং কোচ ইয়াসির মালিকের অধীনে স্থূলতা, শক্তি, দীর্ঘস্থায়িত্ব, গতির দীর্ঘস্থায়িত্ব ও ক্রস ফিট টেস্ট হয়।

পাকিস্তান জাতীয় দলের হয়ে উমর ১৬টি টেস্ট, ১২১টি ওয়ানডে আর ৮৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে করেছেন ১০০৩ রান, ওয়ানডেতে তাঁর সংগ্রহ ৩১৯৪ রান।

(ঢাকাটাইমস/০৩ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২২ বছর পর ৫ মে স্কাইপ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা