মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানে জরিমানা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৮
অ- অ+

মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় রাখায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস এলাকায় দুটি দোকানকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় ক্যাম্পাসে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি দল এ জরিমানা করেন।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মাদার বখশ্ হলের সামনে অবস্থিত মনিরুল স্টোরকে পাঁচ হাজার ও শহীদ জিয়াউর রহমান হলের সামনে অবস্থিত মডার্ন ফটোস্ট্যাটকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ। মডার্ন ফটোস্ট্যাট দোকানে ফটোকপির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যও বিক্রি করা হয়।

জানতে চাইলে হাসান আল মারুফ বলেন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে জরিমানা করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
ফেনীতে বন্যার অশঙ্কায় ১৩১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা