২৫টি চার ও ৯টি ছক্কায় শান্তর ২৫৩

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৬
অ- অ+

ক্যারিয়ারে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলতি আসরের শেষ রাউন্ডের ম্যাচে রবিবার ব্যক্তিগত ২৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংস খেলতে তিনি সময় নিয়েছেন ৩৯৬ মিনিট, বল খেলেছেন ৩১০টি, চার মেরেছেন ২৫টি ও ছক্কা হাঁকিয়েছেন ৯টি।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম একাডেমি গ্রাউন্ডে গত ১৪ ফেব্রুয়ারি শুরু হয়েছে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যকার ম্যাচটি। প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামে শুভাগত হোমের নেতৃত্বাধীন মধ্যাঞ্চল। প্রথম দিনই অলআউট হয় মধ্যাঞ্চল।

পরে ব্যাট করতে নামে আব্দুর রাজ্জাকের নেতৃত্বাধীন দক্ষিণাঞ্চল। দিন শেষে ২ উইকেটে ২৯ রান করেছিল তারা। শনিবার ম্যাচের দ্বিতীয় দিন আবার তারা ব্যাট করতে নামে। ৪ উইকেটে ১১৪ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল।

দক্ষিণাঞ্চল ইনিংস ঘোষণা করায় মধ্যাহ্ন বিরতির আগে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে মধ্যাঞ্চল। দুই ওপেনার দ্রুত ফিরলেও ব্যাট হাতে বড় ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। শনিবারই প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির স্বাদ নেন শান্ত। দিন শেষে অপরাজিত থাকেন শান্ত ১২২ রান করে অপরাজিত থাকেন।

রবিবার ব্যাটিংয়ে নেমে আস্তে আস্তে ডাবল সেঞ্চুরির দিকে এগোতে থাকেন শান্ত। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ১৯১ রানে অপরাজিত থাকেন তিনি। বিরতি থেকে ফিরে প্রথম ওভারেই মেহেদী হাসানের বলে ছক্কা মেরে ১৯৭ রানে পৌঁছে যান শান্ত। মেহেদীর করা পরের ওভারে আরো এক ছক্কায় তুলে নেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। তিনি যখন এমন মাইলফলক স্পর্শ করেন তখন তার ব্যক্তিগত স্কোর ছিল ২৯১ বলে ২৩ চার ও ৩ ছক্কায় ২০৩ রান।

ডাবল সেঞ্চুরি পূরণ করার শান্ত হয়ে ওঠেন অশান্ত। ব্যাট হাতে যেন অগ্নিমূর্তি ধারণ করেন তিনি। মাত্র ১৯ বলে পরের ৫০ রান রান পূর্ণ করেন। দুইশ করা পর্যন্ত তিনটি ছক্কা হাঁকানো শান্ত, পরের ১৯ বলে হাঁকান আরো ছয়টি ছক্কা। এর সঙ্গে আসে আরো দুইটি চারের মার।

৮ উইকেটে ৩৮৫ রানে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। প্রথম ইনিংস শেষে মধ্যাঞ্চল ১২১ রানের লিডে ছিল। সবমিলিয়ে জয়ের জন্য দক্ষিণাঞ্চলের সামনে টার্গেট দাঁড়ায় ৫০৭ রান। এই লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৫৯ রান করে দিনের খেলা শেষ করেছে দক্ষিণাঞ্চল।

(ঢাকাটাইমস/১৬ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা